গোবিন্দ রায়: বাম আমলে হুগলিতে নৃশংসভাবে খুন হন তৃণমূল কর্মী। রবীন ঘোষ হত্যাকাণ্ডে দেড় দশক পর CBI তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের। এতদিন সিআইডি এই এই ঘটনার তদন্ত করছিল। পরিবারের অভিযোগ, তদন্তে কোনও অগ্রগতি নেই। তাই সিবিআই তদন্তের দাবি জানান নিহতের পরিবারের লোকজন। আর্জি মেনে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিল আদালত।
গত ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি খুন হন ওই তৃণমূল কর্মী। ওইদিন হুগলির জাঙ্গিপাড়ার প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধিদের ভোটাভুটি চলছিল। সেই সময় সিপিএম কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীর বচসা বাঁধে। অভিযোগ, তাঁকে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে খুন করেন জাঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তী। তাতেই মৃত্যু হয় তৃণমূল কর্মীর। এই ঘটনার তদন্ত করছিল সিআইডি।
পরিবারের অভিযোগ, সিআইডি তদন্তে নিষ্পত্তি তো দূর, মামলার কোনও অগ্রগতিও হয়নি। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানায় পরিবার। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলা। পরিবারের আর্জিতে সাড়া দেন বিচারপতি। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। এবার নিশ্চয়ই সুবিচার পাওয়া যাবে বলেই আশা নিহত তৃণমূল কর্মীর পরিবারের।
