shono
Advertisement
Calcutta HC

মোথাবাড়ি কাণ্ডে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের

প্রয়োজনে মোথাবাড়িতে বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র, মন্তব্য কেন্দ্রের আইনজীবীর।
Published By: Tiyasha SarkarPosted: 06:28 PM Apr 03, 2025Updated: 06:28 PM Apr 03, 2025

গোবিন্দ রায়: মোথাবাড়ি কাণ্ডে এবার কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবারই আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। প্রয়োজনে মোথাবাড়িতে বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র, জানালেন কেন্দ্রের আইনজীবীর।

Advertisement

দিন কয়েক আগে ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বচসা বাঁধে মালদহে। সেই ঘটনার জেরে গত বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মোথাবাড়ি। অভিযোগ, একের পর এক একাধিক দোকান, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয় উর্দিধারীরা। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। বিকেলের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা ছিল এলাকায়। বিএসএফ মোতায়েন করা হয় মোথাবাড়ির উত্তেজনাপ্রবণ এলাকায়। এদিকে কলকাতা হাই কোর্টে দায়ের করা হয় মামলা।

সেই মামলার শুনানিতে পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে কলকাতা হাই কোর্ট আদালত। আজ, বৃহস্পতিবার সেই রিপোর্ট পেশ করা হয়েছে। এদিকে কেন্দ্রের তরফে এদিন আদালতে আইনজীবী বলেন, "চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী মোতায়েন করতে পারে। বেলডাঙ্গার ঘটনায় আমরা আদালতে জানিয়েছিলাম। রাজ্য সরকার যে বলছে আমাদের ভূমিকা নেই এটা ঠিক না।" দুপক্ষের বক্তব্য শোনার পর কেন্দ্রকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোথাবাড়ি কাণ্ডে এবার কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের।
  • বৃহস্পতিবারই আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে রাজ্য।
  • প্রয়োজনে মোথাবাড়িতে বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র, মন্তব্য কেন্দ্রের আইনজীবীর।
Advertisement