shono
Advertisement
RG Kar Corruption Case

আর জি কর দুর্নীতি মামলার তদন্ত শেষ, আদালতে সিবিআই, আখতার আলিকে সমন পাঠানোর নির্দেশ

সন্দীপ ঘোষের সঙ্গে দুর্নীতিতে যুক্ত আখতার আলিও, দাবি সিবিআইয়ের।
Published By: Kousik SinhaPosted: 05:35 PM Dec 03, 2025Updated: 06:02 PM Dec 03, 2025

অর্ণব আইচ:  আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার (RG Kar Corruption Case) তদন্ত শেষ! আলিপুর বিশেষ সিবিআই আদালতে এমনটাই জানাল সিবিআই। এমনকী দুর্নীতি মামলায় জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটকে যাতে ফাইনাল চার্জশিট হিসাবে দেখা হয়, সেই আবেদনও এদিন জানায় সিবিআই। আজ বুধবার, আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর জি কর দুর্নীতি মামলার শুনানি হয়। শুনানিতে সিবিআইয়ের তরফে এই সংক্রান্ত একাধিক নথিও জমা করা হয়। অন্যদিকে আগামী ১৬ ডিসেম্বর অভিযুক্ত আখতার আলিকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

গত সোমবার আর জি কর দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আলিপুরের বিশেষ সিবিআই আদালতে দ্বিতীয় চার্জশিট পেশ করে। বুধবার আদালতে এই সংক্রান্ত শুনানি হলে সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, এই মামলায় আগেই একটি চার্জশিট গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সাপ্লিমেন্টরি চার্জশিটে একই ধারা থাকায় তা গ্রহণে কোনও সমস্যা নেই। ফলে আখতার আলির বিরুদ্ধে পরবর্তী প্রক্রিয়া শুরু হতে সমস্যা নেই বলেও দাবি। উল্লেখ্য, সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে আখতার আলির।

সিবিআই সূত্রে এদিন আরও জানা গিয়েছে, এই দুর্নীতি মামলায় শুধুমাত্র সন্দীপ ঘোষ একা নন, আখতার আলিও যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। দীর্ঘ ১২ বছর ধরে দুজনেই দুর্নীতিতে যুক্ত বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 

বলে রাখা প্রয়োজন, আর জি কর (RG Kar) হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ছিলেন আখতার আলি। ওই হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার ছিলেন তিনি। দুর্নীতির অভিযোগ এনে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আখতার আলি। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই।

সূত্রের খবর, আর্থিক দুর্নীতির এই মামলায় সাক্ষীদের সংখ্যা এখন ১৪৭ জন। দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি, আশিস পাণ্ডে-সহ ৫ জনের নামে মামলা শুরু হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্ত শেষ! আলিপুর বিশেষ সিবিআই আদালতে এমনটাই জানাল সিবিআই।
  • আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর জি কর দুর্নীতি মামলার শুনানি হয়।
  • শুনানিতে সিবিআইয়ের তরফে এই সংক্রান্ত একাধিক নথিও জমা করা হয়।
Advertisement