shono
Advertisement
Shahjahan Sheikh

জেলে বসে 'বোমাবাজি'র হুমকি! অভিযোগ পেয়েই সংশোধনাগারে সিবিআই, জেরা শাহজাহানকে

যাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে, তাঁরা সকলেই মামলার সাক্ষী বলে সিবিআই সূত্রে খবর।
Published By: Sucheta SenguptaPosted: 10:00 PM Mar 22, 2025Updated: 10:04 PM Mar 22, 2025

অর্ণব আইচ: জেলে বসেই হুমকি ফোন, বোমাবাজি করে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে সরগরম এলাকা। বিষয়টি নিয়ে ন্যাজাট থানায় অভিযোগ, পালটা অভিযোগ দায়ের হয়েছে। সংশোধনাগারে বন্দি থেকেও কীভাবে ফোনে হুমকি দিচ্ছেন শাহজাহান, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আসা মাত্রই তৎপর হয়ে ওঠেন তাঁরা। শনিবার প্রেসিডেন্সি জেলে নিয়ে শেখ শাহজাহানকে জেরা করলেন সিবিআই আধিকারিকরা। প্রয়োজনে ফের জেরা হবে বলে খবর সিবিআই সূত্রে।

Advertisement

গত বছরের গোড়ায় তদন্তে সন্দেশখালিতে যাওয়ার ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় জড়িয়ে যায় উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের তৎকালীন কর্মাধ্যক্ষ তথা ব্যবসায়ী শেখ শাহজাহানের নাম। দীর্ঘ ৫৪ দিন পর পুলিশের জালে ধরা পড়েন তিনি। পরবর্তীকে সিবিআই এবং ইডি - দুই কেন্দ্রীয় সংস্থাই শাহজাহানকে গ্রেপ্তার করে। রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলবন্দি শাহজাহান। কিন্তু এর মাঝেই অভিযোগ ওঠে, জেলে বসেই সন্দেশখালির সরবেড়িয়ার বাসিন্দা রবীন মণ্ডলকে ফোনে হুমকি দিচ্ছেন শাহজাহান। আতঙ্কিত মণ্ডল পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তবে পরদিনই পালটা অভিযোগ জানান শাহজাহানের স্ত্রী। তাঁর অভিযোগ, শাহজাহানের মাছের ভেড়িতে কাজ করার সময় রবীন মণ্ডল ২৫ লক্ষ টাকা তছরূপ করেন। তা আদায় করতে গেলে তিনি স্বামীর বিরুদ্ধে মিথ্যে গল্প সাজাচ্ছেন।

অভিযোগ, পালটা অভিযোগে সন্দেশখালি সরগরম। তবে মণ্ডল পরিবারের অভিযোগকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, যাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁরা সকলেই মামলার সাক্ষী। তাই অভিযোগ যথেষ্ট গুরুতর। ঘটনা ঠিক কী? তা জানতে তাঁরা শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়েই সরাসরি জেরা করেন শাহজাহানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেলে বসে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে।
  • যাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁরা সকলেই মামলার সাক্ষী।
  • ফলে অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে জেলে শাহজাহানকে জেরা সিবিআইয়ের।
Advertisement