গোবিন্দ রায়: কাঁথি কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীতে সায় নেই আদালতের। দায়ের করা মামলার কোনও গ্রহণযোগ্যতাও নেই। সেই ভিত্তিতে মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আগামী শনিবার কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে শাসকদলের সমর্থিত প্রার্থীরা অশান্তি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারী স্বপন বেরা নামে জনৈক ব্যক্তি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই বিষয়ে মামলা দায়ের হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়।
কিন্তু এদিন মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন। এটা জনস্বার্থ মামলা নয়, পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। মামলাকারীকে প্রয়োজনে শীর্ষ আদালতে যাওয়ার কথাও বলা হয়েছে। এর আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট ভোটে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল। এবারও একই এলাকায় সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়েছিল হাই কোর্টে। মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি প্রশ্ন তোলেন, ওই একই জায়গার জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্বাচনে ঝামেলা এখন বাংলার ট্রেন্ড। সিসি টিভি ফুটেজ আর বাহিনী লাগবে। প্রশাসনের শান্তিপূর্ণ নির্বাচন করতে অসুবিধা কোথায়? রাজ্যের তরফে এজি কিশোর দত্ত পালটা মন্তব্য করেন, "এসে শুধু বললেই হয় না। অনুমান করলেই হয় না। কেন কেন্দ্রীয় বাহিনী চাইছে প্রমাণ দিতে হবে। পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে।"
পাঁচটি পোলিং সেন্টার নিয়ে প্রশ্ন। তাহলে সব কেন্দ্রেই বাহিনী কেন? সেই প্রশ্ন ওঠে আদালতে। এরপরই কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আবেদন নাকচ করে ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, মামলাটিও খারিজ করেন প্রধান বিচারপতি।