shono
Advertisement
SIR

সোনাগাছিতে SIR আতঙ্ক, যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন কমিশনের

আগামী ৯ ডিসেম্বর বসছে বিশেষ এই ক্যাম্প।
Published By: Amit Kumar DasPosted: 12:25 AM Dec 06, 2025Updated: 12:25 AM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় আতঙ্কে সোনাগাছি। ঘরছাড়া মহিলারা কোথায় পাবেন পূর্বপুরুষের পরিচয়পত্র এপিক নম্বর? গুরুতর এই সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার। তাতে সাড়া দিল কমিশন। জানা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর সোনাগাছিতে যৌনকর্মীদের নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে আয়োজন করা হবে বিশেষ ক্যাম্প।

Advertisement

দুর্বার মহিলা সমন্বয় কমিটির সভাপতি বিশাখা লস্কর জানান, "শুক্রবার ডিসট্রিক্ট ইলেকশন অফিসার (DEO) এবং ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার (ERO)-র সঙ্গে আমাদের কথা হয়েছে। সেখানে বলা হয়েছে ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৩টি ক্যাম্প করা হবে। যৌনকর্মীদের কারও নাম বাদ পড়ছে কি না, কিংবা এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না সেটা খতিয়ে দেখবেন আধিকারিকরা।" তিনি আরও বলেন, "২০০২ সালে দুর্বারের উদ্যোগে এখানকার মেয়েরা প্রথম ভোটাধিকার পেয়েছিল। ফলে কারও কারও নাম ভোটার লিস্টে থাকলেও, অনেকেরই নাম নেই। ঘর ছেড়ে চলে আসা একজন মহিলার পক্ষে বাবা-মায়ের নথি জোগাড় করা সম্ভব নয়। ফলে আমাদের দাবি, এসআইআরে সকল যৌনকর্মীর নাম উঠুক। এবং তাঁদের সন্তানদেরও নাম তোলার ব্যবস্থা করুক কমিশন।"

পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে বিশাখা দেবী বলেন, "২০২২ সালে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, আমাদের পেশাকে জনসমক্ষে না এনে নাগরিকত্ব দেওয়া হোক। সেই মতোই যাদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি তাঁদের নাম উঠুক। যৌনকর্মীদের সন্তানরাও যাতে বঞ্চিত না হয় সেটাও দেখুক কমিশন।" এদিকে ডিইও-র তরফে জানা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর কলকাতার সোনাগাছির দুটি ওয়ার্ডে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। ১৬৬-শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির তিনটি ক্যাম্প করে যৌনকর্মীদের সমস্যার কথা শুনবেন কমিশনের আধিকারিকরা। এবং সহায়তা করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর প্রক্রিয়ায় আতঙ্কে সোনাগাছি। ঘরছাড়া মহিলারা কোথায় পাবেন পূর্বপুরুষের পরিচয়পত্র এপিক নম্বর?
  • গুরুতর এই সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার।
  • আগামী ৯ ডিসেম্বর সোনাগাছিতে যৌনকর্মীদের নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে আয়োজন করা হবে বিশেষ ক্যাম্প।
Advertisement