সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার ঠিক ১৮৮ দিন আগে ঘোষণা হল এই মেগা আসরের গ্রুপ বিন্যাস। তুলনামূলক সহজ গ্রুপে পড়ল আর্জেন্টিনা। ব্রাজিলের সামনে 'কঠিন' মরক্কো ফ্রান্স রয়েছে কিছুটা কঠিন গ্রুপে। ২০২২ বিশ্বকাপে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল 'অ্যাটলাস লায়ন্স' মরক্কো। গত বিশ্বকাপে চতুর্থ হয়েছিল তারা। সেই রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা? অন্যদিকে, গ্রুপ পর্বে কিলিয়ান এমবাপেরা মুখোমুখি হবেন আর্লিং হালান্ডের নরওয়ের। এই ম্যাচও সহজ নয়।
ভারতীয় সময় যখন রাত সাড়ে দশটা, আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। ওয়াশিংটন ডিসির তাপমাত্রা ছিল প্রবল ঠান্ডা। এর মধ্যেই প্রেক্ষাগৃহে ঢোকেন সংবাদকর্মী, অতিথিরা। বিশ্বকাপ ড্রয়ে তিন মহাদেশের ম্যাসকটরাও ছিল। শুরুতেই পারফর্ম করলেন ইটালিয়ান গায়ক আন্দ্রেয়া বোচেল্লি। সঞ্চালনায় ছিলেন সুপারমডেল হাইডি ক্লুম, অভিনেতা কেভিন হার্ট।
বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম গাইলেন নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস। অ্যান্থেমের নাম 'ডিজায়ার'। ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-ও।একাধিক দেশে যুদ্ধ এবং সংঘাত, বিশেষত ভারত-পাক সংঘর্ষ থামিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হল। এরপর ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ড্র করার জন্য ডেকে নেওয়া হয়। বিশ্বকাপ ট্রফি আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আয়োজক তিন দেশ মেক্সিকো, কানাডা এবং আমেরিকাকে রাখা হয় যথাক্রমে A, B এবং C গ্রুপে। গ্রুপ এ-তে মেক্সিকো, কোরিয়া রিপাবলিকের সঙ্গে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো বনাম দক্ষিণ দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপ।
প্রথমবার ফিফা বিশ্বকাপ হতে চলেছে ৪৮ দেশের। দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন ৩২ দলের বিশ্বকাপে হত ৬৪ ম্যাচ। এবার সেখানে আয়োজিত হবে ৮০ ম্যাচ। ৪৮টি দেশকে ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেই গ্রুপ বিন্যাস ঘোষণা হল।
বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল ফিফা। সেই মতোই মোট ৪টি আলাদা আলাদা পটে দলগুলিকে রেখে গ্রুপ ভাগ করা হয়েছিল। ইতিমধ্যেই ৪২টি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করছে। ৬টি দলকে এখনও বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে খেলতে হবে। সেই ৬টি দলের স্লট ধরে নিয়েই গ্রুপ বিন্যাস করা হল। প্রতিটি পট থেকে প্রতি গ্রুপে একটি করে দেশ খেলবে। তবে একাধিক শর্ত রয়েছে। একটি গ্রুপে ইউরোপের দু'টির বেশি দেশ থাকা চলবে না। আবার এক গ্রুপে অন্যান্য কোনও মহাদেশের একের বেশি দল থাকা চলবে না। প্রতি পটে দলগুলিকে সাজানো হয় ফিফা ক্রমতালিকার ভিত্তিতে। আসুন জেনে নেওয়া যাক কোন দেশ কাদের বিরুদ্ধে মাঠে নামবে।
বিশ্বকাপের গ্রুপ বিন্যাস
গ্রুপ 'এ'
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, প্লে-অফ 'ডি' জয়ী
গ্রুপ 'বি'
কানাডা, প্লে-অফ 'বি' জয়ী, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ 'সি'
ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ 'ডি'
আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ 'সি' জয়ী
গ্রুপ 'ই'
জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ 'এফ'
নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ 'বি' জয়ী, তিউনিশিয়া
গ্রুপ 'জি'
বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ 'এইচ'
স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ 'আই'
ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী, নরওয়ে
গ্রুপ 'জে'
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
গ্রুপ 'কে'
পর্তুগাল, প্লে-অফ ১ জয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ 'এল'
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
বিষয় হল আসন্ন বিশ্বকাপে 'গ্রুপ অফ ডেথ’-এ পড়ল কারা। গ্রুপ এ, জি এবং এল-এর ওজন দেখে বিশেষজ্ঞরা এই তিন গ্রুপকে বলছেন গ্রুপ অফ ডেথ। কারণ আয়োজক দেশ মেক্সিকোর সঙ্গে এ গ্রুপে রয়েছে কোরিয়া রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ জি-তে মহম্মদ সালহার মিশর খেলবে বেলজিয়াম, ইরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ এল সমৃদ্ধ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামাকে নিয়ে।
