shono
Advertisement
Donald Trump

'আমরাই ভারত-পাক যুদ্ধ থামিয়েছি', ফিফা শান্তি পুরস্কার পেয়ে ফের জোর গলায় দাবি ট্রাম্পের

নোবেল না পাওয়ার দুঃখ কি ভুলিয়ে দিল ফুটবল!
Published By: Prasenjit DuttaPosted: 11:20 PM Dec 05, 2025Updated: 11:57 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। পূর্ব ঘোষণামতো মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হল ফিফা শান্তি পুরস্কার। একাধিক দেশে যুদ্ধ এবং সংঘাত, বিশেষত ভারত-পাক সংঘর্ষ থামিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হল। 

Advertisement

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, "বিশ্ব যখন অস্থির, সেই সময় যাঁরা ঐক্যবদ্ধ করেছেন, তাঁদের সম্মান জানানো দরকার। এর মধ্যে রয়েছেন ট্রাম্প।" পুরস্কার তুলে দেওয়ার আগে যে প্রোমো দেখানো হয়, সেখানে ট্রাম্পের সঙ্গে দেখা যায় নরেন্দ্র মোদিকে। ফিফার ভাষায়, শান্তির জন্য ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়ার জন্যই এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি। ট্রাম্পকে যে শংসাপত্র তুলে দেওয়া হয়, তা পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আগেও জানিয়েছিলেন, আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও থামাবেন তিনি। তবে তাঁরা যে ভারত ও পাকিস্তানর সংঘর্ষ থামিয়েছেন সে কথাও এর আগেও বলেছেন তিনি। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। একবার তো ওভাল অফিসে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সামনে ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছিলেন। আর এবার ফিফা শান্তি পুরস্কার পেয়ে ফের জোর গলায় ট্রাম্প বলেন, "আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা এটা। লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কঙ্গোয় ১ কোটি মানুষ মারা গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে, খুব দ্রুত আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।"

দিনকয়েক আগেই ওভাল অফিসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। সেখানে মজার ছলে বিশ্বকাপ ট্রফি নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন ট্রাম্প। তারপর থেকে জিয়ান্নির সঙ্গে ট্রাম্পের সখ্যতা বেড়েছে। উল্লেখ্য, চলতি বছরের নোবেল পুরস্কার যখন ট্রাম্পের হাতছাড়া হয়, তখন ইনস্টাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছিলেন যে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্ট। এহেন পরিস্থিতিতে ফিফার নতুন পুরস্কারের ঘোষণা। আর সেই পুরস্কার হাতে পেলেন ট্রাম্প।

প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। ফিফা শান্তি পুরস্কার পেয়েও একই একই দাবি করলেন তিনি। বহু চেষ্টা করেও নোবেল শান্তি পুরস্কার পাননি ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল ইজরায়েল-পাকিস্তানের মতো একাধিক দেশ। কিন্তু শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী দলনেতা মারিয়া করিনা মাচাদো। তবে এবার শান্তির জন্য অন্য এক পুরস্কার পেয়ে হয়তো দুঃখ ঘুচল তাঁর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান।
  • পূর্ব ঘোষণামতো মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হল ফিফা শান্তি পুরস্কার।
  • তাহলে কি ভারত-পাক যুদ্ধ থামানোর দাবিকে স্বীকৃতি দেওয়া হল?
Advertisement