shono
Advertisement
St. Xavier’s College

নারী দিবসে অভিনব পদক্ষেপ! চন্দ্রিমা ভট্টাচার্যর স্বেচ্ছাসেবী সংস্থার অর্থসাহায্য সেন্ট জেভিয়ার্সের ৫০ ছাত্রীকে

গত বছরই চাউম্যানের সঙ্গে হাত মিলিয়ে এই কোর্স চালু করে সেন্ট জেভিয়ার্স কলেজ।
Published By: Biswadip DeyPosted: 08:19 PM Mar 07, 2025Updated: 08:22 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর সেদিন সারা বিশ্বব্যাপী উদযাপিত হবে দিনটি। আর এবার দিনটি পা দিচ্ছে ৫০ বছরে। সেই উপলক্ষেই অসাধারণ পদক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের পড়ুয়া ৫০ জন ছাত্রীর দিকে আর্থিক সমর্থনের হাত বাড়িয়ে দিলেন তিনি। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা 'একান্নবর্তী'র মাধ্যমে এই অনুদান দেওয়া হল।

Advertisement

শুক্রবার এক অনুষ্ঠানে এই বাবদ আড়াই লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। প্রসঙ্গত, ওই কোর্সটির পরিচালনায় সেন্ট জেভিয়ার্স কলেজের সঙ্গে সম্মিলিত ভাবে রয়েছে চাউম্যান চেন অফ রেস্টুরেন্টস। এদিনের অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার্স কলেজের এসজে প্রিন্সিপাল রেভারেন্ড ফ্রেডরিক ড. ডমিনিক সেভিও, চাউম্যানের ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরীও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরই চাউম্যানের সঙ্গে হাত মিলিয়ে ছয় মাসের হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স চালু করে সেন্ট জেভিয়ার্স কলেজ। হসপিটালিটি ম্যানেজমেন্টের এই সার্টিফিকেট কোর্সটি করা হয় সেন্ট জেভিয়ার্সের রাঘবপুর ক্যাম্পাসে। শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর সেদিন সারা বিশ্বব্যাপী উদযাপিত হবে দিনটি।
  • আর এবার দিনটি পা দিচ্ছে ৫০ বছরে। সেই উপলক্ষেই অসাধারণ পদক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
  • কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের পড়ুয়া ৫০ জন ছাত্রীর দিকে আর্থিক সমর্থনের হাত বাড়িয়ে দিলেন তিনি।
Advertisement