shono
Advertisement

NRS-এর ডাক্তারদের উদ্যোগ, ক্যানসার নিয়েই ফ্যাশন শোয়ে শিশুরা

নতুন করে লেখা হবে ডাক্তার-রোগী সম্পর্কের স্ত্রিপ্ট৷ The post NRS-এর ডাক্তারদের উদ্যোগ, ক্যানসার নিয়েই ফ্যাশন শোয়ে শিশুরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:01 AM Apr 08, 2017Updated: 08:46 AM Apr 08, 2017

গৌতম ব্রহ্ম: ছোটা ভীম, সুপারম্যান, অ্যাঞ্জেল, ড্র্যাগন৷ রূপকথার চরিত্রদের বাস্তবে ফুটিয়ে তুলবে শিশুরা৷ মনে হতেই পারে এ আর এমন কী? শিশুরা তো এই চরিত্রগুলি নিয়ে আকছার অনুষ্ঠান করে৷

Advertisement

আসলে এই শিশুরা কেউই ‘সাধারণ’ নয়৷ প্রত্যেকেই ভয়ঙ্কর রক্তের ক্যানসারে আক্রান্ত৷ এনআরএস মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷ বয়স পাঁচ থেকে চোদ্দো৷ আরও বড় কথা হল, এঁদের রূপকথার চরিত্রে সাজিয়ে তুলেছেন একজন সরকারি চিকিৎসক৷ এনআরএসের হেমাটোলজি বিভাগের সেই চিকিৎসক প্রান্তর চক্রবর্তী তাঁর খুদে রোগীদের নিয়ে আজ, শনিবার রবীন্দ্রসদনে অনুষ্ঠান করবেন৷ নাম ‘হিলিং উইথ সং, আর্ট অ্যান্ড ডান্স’৷ প্রান্তরবাবু জানালেন, “ক্যানসার রোগীদের মন ভাল রাখাটা খুব জরুরি৷ এর জন্য ডাক্তার-রোগী সম্পর্ক মজবুত হওয়া চাই৷ তাই এই প্রকল্প হাতে নিয়েছি৷” এই প্রথম নয়, মেডিক্যাল কলেজে থাকার সময়ও প্রান্তরবাবু খুদে রোগীদের নিয়ে অনুষ্ঠান করেছেন৷ এনআরএসে গিয়েও করলেন৷ খুলে দিলেন নতুন জানলা৷ যেখান থেকে অবিশ্বাসের ধোঁয়া বেরিয়ে যাবে৷ নতুন করে লেখা হবে ডাক্তার-রোগী সম্পর্কের স্ত্রিপ্ট৷ এমনটাই জানালেন রোগীদের অভিভাবকরা৷

চারদিকে যখন ডাক্তার-রোগীর সম্পর্ক নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছে৷ অবিশ্বাসের ধোঁয়া নড়িয়ে দিয়েছে সম্পর্কের ভিত সেখানে একজন সরকারি চিকিৎসকের এভাবে রোগীদের নিয়ে অনুষ্ঠান করাটা অবশ্যই নজির৷ কয়েকমাস ধরে হাসপাতালের ভিতরই প্রস্তুতি চলেছে৷ বৃহস্পতিবারও দিনভর চলেছে মহড়া৷ মাস্ক পরে শিশুরা রিহার্সাল করেছে এনআরএসের অডিটোরিয়ামে৷ মঞ্চস্থ করা হবে একটি নাটকও৷

The post NRS-এর ডাক্তারদের উদ্যোগ, ক্যানসার নিয়েই ফ্যাশন শোয়ে শিশুরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement