shono
Advertisement
West Bengal

ভোটের আগে ফের রাজ্য পুলিশে রদবদল, মুর্শিদাবাদের এসপি-সহ রাজ্য পুলিশের ২৭ আইপিএস বদলি

তাৎপর্যপূর্ণভাবে আজ শনিবারই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর মধ্যেই বদল করা হল মুর্শিদাবাদের জেলার পুলিশ সুপারকে।
Published By: Kousik SinhaPosted: 10:17 PM Jan 31, 2026Updated: 10:17 PM Jan 31, 2026

শুক্রের পর শনিবার। বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্য পুলিশে ব্যাপক রদবদল। মুর্শিদাবাদের পুলিশ সুপার-সহ বদল করা হল একাধিক জেলার পুলিশ সুপারকে। শনিবার এই ব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার নতুন পুলিশ সুপার হলেন ধৃতিমান সরকার।

Advertisement

গত কয়েকদিন আগেই ঝাড়খণ্ডে বেলডাঙার এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের এই এলাকা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে। ভাঙচুরও চলে। দুদিন ধরে এই ঘটনার রেশ চলে। সোশাল মিডিয়া ও CCTV ফুটেজের ভিত্তিতেই একে একে গ্রেপ্তার করা হয়েছিল মোট ৩৬ জনকে। তাৎপর্যপূর্ণভাবে আজ শনিবারই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর মধ্যেই বদল করা হল মুর্শিদাবাদের জেলার পুলিশ সুপার কুমার সানি রাজকে। তাঁকে পাঠানো হল এসএস (আইবি)-তে। অন্যদিকে সেই পদে থাকা ধৃতিমান সরকারকে মুর্শিদাবাদ জেলার নয়া পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অন্যদিকে এসআরপি হাওড়া এবং শিয়ালদহের পদেও রদবদল হয়েছে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৭ জন আইপিএসের বদলি হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগিকে বর্ধমান রেঞ্জের আইজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগের নির্দেশে তাঁকে বারাসাত রেঞ্জের আইজিপি করা হয়েছিল। সেই নির্দেশ বাতিল করা হয়েছে। অলোক রাজোরিয়া আইপিএস, যিনি পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের ডিআইজি ছিলেন, তাঁকে বর্ধমান রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ক্ষেত্রেও আগের বদলির নির্দেশ বাতিল করা হয়েছে। এছাড়া, আইপিএস সিআইডি দেবর্ষি দত্তকে এসআরপি শিয়ালদহ করা হল। আইপিএস বনগাঁ পুলিশ জেলার সুপার দিনেশ কুমারকে কলকাতার নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার করা হয়েছে।

আইপিএস পুষ্পা-কে এসআরপি হাওড়া থেকে বদলি করে বিধাননগর জোনের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। জে মার্সি আইপিএসকে এসআরপি শিয়ালদহ থেকে সিআইডি-র এসএস করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকজন আইপিএস আধিকারিকের বদলি ও নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—প্রদীপ কুমার যাদব, রাজ নারায়ণ মুখোপাধ্যায়, রাহুল গোস্বামী, প্রবীণ প্রকাশ, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, ইন্দ্রজিৎ বসু, বিশ্বচাঁদ ঠাকুর, বিদিশা কলিতা দাস, প্রতীক্ষা ঝারখারিয়া, অরিশ বিলাল, যশপ্রীত সিং, অম্লান কুসুম ঘোষ, অনুরাধা মণ্ডল, অমিত ভার্মা এবং চারু শর্মা। তাঁদের প্রত্যেককেই বর্তমান পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও পৃথক বিজ্ঞপ্তিতে আরও কয়েকজন আইপিএস আধিকারিকের বদলি ঘোষণা করা হয়েছে। আইপিএস শচীনকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউন থানা থেকে ডাবগ্রাম র‍্যাফ ব্যাটালিয়নের কোম্পানি অফিসার করা হয়েছে। জ্যোতির্ময় রায়কে ইএফআর প্রথম ব্যাটালিয়ন থেকে নিউ টাউন থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement