shono
Advertisement
China

ফের চালু হবে কলকাতা-বেজিং সরাসরি বিমান পরিষেবা? বৈঠকে আশাবাদী চিন

বিদেশসচিব বিক্রম মিসরির সঙ্গে চিনের উপ-বিদেশমন্ত্রী সুন ওয়েইদংয়ের বৈঠক হয়।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:53 PM Jun 18, 2025Updated: 07:53 PM Jun 18, 2025

অর্ণব আইচ: এবার কি ফের কলকাতা থেকে সরাসরি বিমানে করে চিনে? দু’দেশের বৈঠকের পর আশাবাদী বেজিং। মঙ্গলবার রাতেও চিনা সরকারের উদ্য়োগে কলকাতা থেকে ১৭ জনের বিশিষ্ট ব‌্যক্তিত্ব রওনা দেন চিনের একাধিক শহরে। কিন্তু সরাসরি চিনে যেতে পারছেন না তাঁরাও। তাঁদেরও ব‌্যাঙ্কক হয়ে পৌঁছতে হচ্ছে চিনে। সরাসরি বিমান চালু হলে ভারত থেকে চিনযাত্রা ও চিন থেকে এই দেশে আসাও অনেক সহজ হয়ে যাবে বলে অভিমত চিনা আধিকারিকদের। সম্প্রতি দিল্লিতে দেশের বিদেশসচিব বিক্রম মিসরির সঙ্গে চিনের উপ-বিদেশমন্ত্রী সুন ওয়েইদংয়ের বৈঠক হয়। তাতে দু’পক্ষই এই সরাসরি বিমান চালু করার ব‌্যাপারে রাজি হয়। 

Advertisement

এই ব‌্যাপারে কলকাতা চিনা দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল ছিন ইয়ং জানান, শুধু দিল্লি বা দেশের বিভিন্ন বিমানবন্দর নয়, কলকাতা বিমানবন্দর থেকে চিনে সরাসরি বিমান চালানোর ব‌্যাপারেও তাঁরা আশাবাদী। তাঁদের আশা, খুব অল্পদিনের মধ্যে এই বিমান চলাচল শুরু হবে। তাতে যেমন চিনের শিল্পী, শিক্ষাবিদ, পর্যটক ও ব‌্যবসায়ীরা বেশি সংখ‌্যায় এই দেশে আসতে পারবেন, তেমনই কলকাতা থেকে অনেক বেশি সংখ‌্যক ছাত্র, ব‌্যবসায়ী, পর্যটক ও অন‌্য পেশার মানুষও যেতে পারবেন চিনে। তবে সূত্রের খবর, প্রথমে দিল্লি থেকে বেজিংয়ে যাতায়াতের জন‌্য বিমান চালু হতে পারে। ক্রমে কলকাতা ও অন‌্যান‌্য বিমানবন্দর থেকে চালু হবে চিনের বিমান। করোনার আগে সরাসরি বিমানে কলকাতা থেকে চিনের কুনমিংয়ে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যেত। সেখানে এখন অন‌্য দেশ ঘুরে পৌঁছতে হচ্ছে বেজিং বা কুনমিং-সহ চিনের বিভিন্ন শহরে।

সরাসরি বিমান চালু হলে অনেক কম খরচ ও সময়ে চিন ও ভারতের বাসিন্দারা দু’দেশে যাতায়াত করতে পারবেন। কলকাতার চিনা দূতাবাস সূত্রে জানা গিয়েছেন, মঙ্গলবার কলকাতা থেকে ১১ জন শিল্পী রওনা দিচ্ছেন চিনে। তাঁদের মধ্যে রয়েছেন গায়ক শান্তনু রায়চৌধুরি, নৃত‌্যশিল্পী সৌরজা ঠাকুর, সন্দীপ মল্লিক, গরিমা ভট্টাচার্য, শিল্পী অন্বেষা বাগচি, রোহেন বসু, নীপবীথি ঘোষ, অনিন্দিতা রায়, নরজিন ভুটিয়া প্রমুখ। তাঁরা মূলত চিনের কুনমিং, ডালি-সহ কয়েকটি জায়গায় যাবেন। চিনের সাংস্কৃতিক ব‌্যক্তিত্ব ও শিল্পীদের সঙ্গে বৈঠক ছাড়াও তাঁরা ওই দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এ ছাড়াও একটি আন্তর্জাতিক বিষয়ক গবেষণা সংস্থার ৬ জন গবেষকও রওনা দিচ্ছেন চিনে। তাঁরা ‘থিংক ট‌্যাঙ্ক’ হিসাবেই চিনে যাচ্ছেন। তাঁরাও চিনের বিভিন্ন শহরের শিক্ষাবিদ ও বিশিষ্ট ব‌্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার কি ফের কলকাতা থেকে সরাসরি বিমানে করে চিনে? দু’দেশের বৈঠকের পর আশাবাদী বেজিং।
  • মঙ্গলবার রাতেও চিনা সরকারের উদ্য়োগে কলকাতা থেকে ১৭ জনের বিশিষ্ট ব‌্যক্তিত্ব রওনা দেন চিনের একাধিক শহরে।
  • কিন্তু সরাসরি চিনে যেতে পারছেন না তাঁরাও। তাঁদেরও ব‌্যাঙ্কক হয়ে পৌঁছতে হচ্ছে চিনে।
Advertisement