সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্যদের তালিকায় ছিল না নাম। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। অবশেষে এবার যোগ্য শিক্ষকদের তালিকায় নাম ঢুকল আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। মিলবে বেতনও। সোমবার সোশাল মিডিয়ায় চিন্ময় নিজেই জানালেন সেই কথা।
এদিন ফেসবুকে চিন্ময় লেখেন, 'Untainted যেসব শিক্ষক শিক্ষিকাদের নাম ভুলবশত ছিলোনা, তাদের নাম আসতে শুরু করেছে। আমার নাম আছে। স্যালারি সাবমিট হচ্ছে।'
সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী। ‘অযোগ্য’ নন এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের তালিকা তৈরি করা হয়। সুপ্রিম কোর্টে তা জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখান থেকে আবার ১ হাজার ৮০৩ জনের নামও বাদ দেওয়া হয়েছিল। পর্ষদের দাবি, ওই ১ হাজার ৮০৩ জনের ওএমআর শিটে নাকি একাধিক সমস্যা রয়েছে। এরপর ১৫ হাজার ৪০৩ জনের একটি তালিকা তৈরি করে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকাই ডিআই দপ্তরে পাঠানো হয়। তাতেই বাদ গিয়েছিলেন চিন্ময় মণ্ডল। এ প্রসঙ্গে তাঁর দাবি, এসএসসির সার্ভারে গড়বড় ছিল। তাই প্রায় ৫০০ জনের নাম বাদ পড়েছিল। এই ভুল সংশোধন করার পরই তাঁর নাম তালিকাভুক্ত হয়েছে।
