shono
Advertisement
CM Mamata Banerjee

'কোনও অসুবিধা হলে দেখে নেব, ভাববেন না', লন্ডনযাত্রার আগে রাজ্যবাসীকে অভয়বার্তা মমতার

Mamata Banerjee's London Tour Update: সফর পিছিয়ে যাওয়ায় অসুবিধার কথাও জানালেন মুখ্যমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 06:49 PM Mar 22, 2025Updated: 09:03 AM Mar 23, 2025

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক: হিথরো বিমানবন্দর লাগোয়া বিদ্যুৎকেন্দ্রে আগুনের কারণে বিপদ এড়াতে পিছিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর সফরের সময়। নতুন সূচি অনুযায়ী শনিবার রাত প্রায় সাড়ে ৮টার বিমানে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন রওনা হচ্ছেন। ঠিক সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান। বিমানবন্দরের ভিতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশে অভয়বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ''আমরা ৪-৫ দিনের জন্য থাকছি না। তবে এখানকার সঙ্গে সবসময়ে যোগাযোগ থাকবে। কারও কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।''

Advertisement

কথা ছিল, শনিবার সকালের বিমানে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং তাঁর টিম। কিন্তু শুক্রবার সকালে লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। উড়ান ওঠানামা বাতিল হয়ে যায়। ফলে মুখ্যমন্ত্রীর বিমানও ওইদিনের মতো বাতিল করে দেওয়া হয়। পিছিয়ে যায় তাঁর লন্ডন সফর। তবে হিথরোর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই শনিবার সকালের বদলে রাতের বিমানে রওনা  দিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল,
শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও রয়েছেন WBTC-এর অফিসাররা। পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে। মুখ্যমন্ত্রী সফর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। 

তাঁর অনুপস্থিতিতে কীভাবে প্রশাসনিক কাজকর্ম হবে, তার জন্য আগেই ৫ সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।  তবে জানিয়েছিলেন, তিনি নিজেও যোগাযোগ রাখবেন। কোনও অসুবিধা হলে আলোচনা করে সমাধান করবেন। শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে দাঁড়িয়ে সেকথাই বলে গেলেন। বললেন, ''যোগাযোগ থাকবে, সমস্যা হলে আমরা দেখে নেব।'' সফর পিছিয়ে যাওয়ায় তা যে বেশ ক্লান্তিকর হতে চলেছে, তাও জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, ''আমাদের রাতের বিমান। দুবাইয়ে পৌঁছব মাঝরাতে। তারপর আবার লন্ডনের ফ্লাইট। যাতায়াতে দু'দিন মতো সময় লেগে যায়। সরাসরি বিমান পরিষেবা না থাকায় এতটা সময় লাগে। আমাদের এই সফরটা বেশ হেকটিক হয়ে যাবে। তবে ঠিক আছে। ওখানে যা যা অনুষ্ঠান আছে, সেসব সময়মতোই হবে।তবে আপনারা সাবধানে থাকবেন। শান্তিতে থাকবেন।''     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লন্ডনে রওনা মুখ্যমন্ত্রীর, দমদম থেকে বিমান ছাড়ার কতা রাত ৮.২০তে।
  • যাওয়ার আগে রাজ্যবাসীকে তাঁর আশ্বাস, 'কোনও অসুবিধা হলে দেখে নেব, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।'
Advertisement