shono
Advertisement
Mamata Banerjee

'কাক পেখম পরলে ময়ূর হয় না', 'ধর্মের কার্ড' খেলা শুভেন্দুকে মানবিকতার পাঠ মমতার

'ধর্মের নামে জালিয়াতি করবেন না', বিধানসভায় বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
Published By: Amit Kumar DasPosted: 01:06 PM Mar 12, 2025Updated: 02:02 PM Mar 12, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: 'কাক পেখম পরলেও ময়ূর হয়ে যায় না।' বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পালটা এই ভাষাতেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলায় ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, "আমি নিজে হিন্দু। ফলে এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না।"

Advertisement

মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিয়েছিলেন, 'ক্ষমতায় আসার পর মুসলিম বিধায়কদের চেয়ার থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলব'। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে প্রবল বিতর্কের মাঝেই বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল বিধানসভা। বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না, এই অভিযোগে কালো কাপড় পরে প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় ব্যাপক স্লোগান দিতে থাকে বিজেপি। এই প্রেক্ষিতেই শুভেন্দুর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "মানবিকতাই সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না। মানুষের আচরণ মানুষের মতন হওয়া উচিত। এভাবে কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না।"

শুভেন্দুর অধিকারীর নাম না করেই বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, "গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ, যদি কারও কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনবো। কিন্তু আমার কথা ওরা শুনবে না ওরা চিৎকার করবে, এটা গণতন্ত্র নয়।" পাশাপাশি বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের দেশ সৌজন্যের দেশ। সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না। মানবিকতাই আসল‌ ধর্ম। এখানে কোনও সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না।"

বিধানসভায় বিজেপিকে কার্যত তুলোধোনা মুখ্যমন্ত্রী আরও বলেন, "আপনার নেতা কী করে বলেন মুসলিমরা জিতে আসলে সরিয়ে দেবে। কী করে ৩৩ শতাংশকে অস্বীকার করেন। আমি নিজে হিন্দু। ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু-মুসলমান করে আমি তাদের ধিক্কার জানাই।" একই সুরে বলেন, "কালো কাপড় পরে থাকলেই হয় না। কাক যদি পেখম পরে ময়ুর হয়ে যায়? সব ধর্ম রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। একটা মণিপুর সামলাতে পারেন না আপনারা বাংলা চালাবেন? এই ধরনের ধর্মীয় বিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • 'ধর্মের নামে জালিয়াতি করবেন না', বিধানসভায় বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
  • 'একটা মণিপুর সামলাতে পারেন না আপনারা বাংলা চালাবেন?' কটাক্ষ মমতার।
Advertisement