shono
Advertisement
Kalighat

'ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই', ওয়াকফ অশান্তির মাঝেই কালীঘাট থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আর কী বললেন মুখ্যমন্ত্রী?
Published By: Tiyasha SarkarPosted: 07:34 PM Apr 14, 2025Updated: 08:04 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইন নিয়ে অশান্তির মাঝেই কালীঘাট থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই।" আমজনতাকে সতর্ক করে বললেন, "কেউ কেউ প্ররোচনা দেবে, পা দেবেন না, মাথা ঠান্ডা রাখুন।"

Advertisement

 ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা ২০১৮ সালের নভেম্বর। বহু জটিলতা কাটিয়ে অবশেষে সোমবার সন্ধ্যায় কালীঘাটে সেই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তারকেশ্বর, তারাপীঠ থেকে ফুরফুরা শরিফের উন্নয়নের কথা বলেন। ওয়াকফ আইন নিয়ে রাজ্য়ের কয়েকটি জেলা থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই আবহেই এদিন ফের ঐক্য়ের বার্তা দিলেন মমতা। বললেন, "বাংলা সম্প্রীতির মাটি। ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই।" এরপরই নাম না করেও বিঁধলেন বিজেপিকে। প্ররোচনা দেওয়ার অভিযোগ তুললেন তিনি। প্ররোচনায় পা না দিয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, "কারও উপর যদি আঘাত আসে, সে যে ধর্মের লোকই হোক, আমরা পাশেই দাঁড়াই।" তবে আন্দোলন মানে যে আইন হাতে তুলে নেওয়া নয়, এদিন ফের তা বুঝিয়ে দিলেন। বললেন, "আন্দোলনের অধিকার সবার রয়েছে। তবে আইন হাতে তুলে নেবেন না।"  

উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরে উত্তাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। প্রাণ গিয়েছে তিনজনের। জ্বলেছে পুলিশের গাড়ি, বাড়িঘর, দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত থেকে নেমেছে বিএসএফ। কলকাতা হাই কোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়। লাগাতার অশান্তির জেরে একাধিক গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার। বর্তমানে আয়ত্তে পরিস্থিতি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়াকফ আইন নিয়ে অশান্তির মাঝেই কালীঘাট থেকে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, 'ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই।'
  • আমজনতাকে সতর্ক করে বললেন, "কেউ কেউ প্ররোচনা দেবে, পা দেবেন না, মাথা ঠান্ডা রাখুন।"
Advertisement