shono
Advertisement
Salt lake

রাতের সল্টলেকে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য! অনাবাসী ভারতীয়র বাড়িতে ডাকাতি, নগদ লুট

দুষ্কৃতীরা আগে এলাকা রেইকি করেছিল।
Published By: Paramita PaulPosted: 10:16 AM Apr 24, 2025Updated: 10:18 AM Apr 24, 2025

বিধান নস্কর, বিধাননগর: রাতের সল্টলেকে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য! জিসি ব্লকে অনাবাসী ভারতীয়র বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। বাড়ির একতলায় থাকা অফিসের তালা ভেঙে আলমারি ভেঙে নগদ টাকা লুট করে দুষ্কৃতীরা। কত টাকা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

রাত দেড়টা-দুটো নাগাদ সল্টলেকের জিসি ব্লকের ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতী দল। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক আমেরিকায় থাকেন। বাড়িটির একতলায় একটি অফিস রয়েছে। বাড়ির ওই তলাতেই থাকে কেয়ার টেকারের পরিবার। যদিও তারা কাউকে ঢুকতে বা বেরতে দেখেনি। সূত্রের খবর, মেন গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। সূত্রের খবর, অফিস থেকে টাকা-সহ বেশকিছু মূল্যবান নথি চুরি হয়েছে।

এই বাড়ির কিছুটা দূরেই একটি কলেজের ক্যাম্পাস রয়েছে। সেখানে রাত পর্যন্ত পুলিশ কর্মীরা থাকেন। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটে গেল তা নিয়ে ধন্দে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। বাড়ির চারপাশে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি। মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগে এলাকা রেইকি করেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতের সল্টলেকে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য!
  • জিসি ব্লকে অনাবাসী ভারতীয়র বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি।
  • বাড়ির একতলায় থাকা অফিসের তালা ভেঙে আলমারি ভেঙে নগদ টাকা লুট করে দুষ্কৃতীরা।
Advertisement