গৌতম ব্রহ্ম: সোনা-সহ বিমানবন্দরে আটক হওয়ার ঘটনার মামলায় লুকআউট নোটিস জারি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে শর্তসাপেক্ষে বিদেশযাত্রায় ছাড়ও ছিল। তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে সোমবার দুবাই যাওয়ার পথে তাঁকে বাধা দেওয়া হয়। দমদম বিমানবন্দরে সন্তান-সহ রুজিরাকে আটকানো হয় অভিবাসন দপ্তরের তরফে। জানানো হয়, লুকআউট নোটিস জারি রয়েছে, তাই দেশের বাইরে যাওয়া যাবে না। বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাড়ি ফিরে যান রুজিরা। এ নিয়ে সোমবার দুপুরে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ওড়িশা রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”এভাবে আটকানো অমানবিক। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রুজিরা দেশের বাইরে যেতে পারবে। যাওয়ার আগে ইডিকে জানালেই হবে। সেই কাজই করেছিল, আগে থেকে জানিয়েছিল। কিন্তু তাও শেষ মুহূর্তে ওকে আটকানো হল।”
এদিন নবান্ন (Nabanna) যাওয়ার পথে টোল প্লাজার কাছে নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওড়িশা রেল দুর্ঘটনায় নিহতদের দেহ নিয়ে ফেরা অ্যাম্বুল্যান্সে ফুলের মালা দিলেন তিনি। তারপর রাস্তায় দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধারকাজের জন্য ওড়িশা (Orissa) সরকারের প্রশংসা করে জানান, তিনি মঙ্গলবার কটক যাচ্ছেন। নিহত ও আহতদের পরিবারকে সরকারি চাকরির কথা ঘোষণা করেন।
[আরও পড়ুন: Sakshi Malik: আন্দোলন থেকে নাম তুললেন? রেলের চাকরিতে যোগ দিয়ে মুখ খুললেন সাক্ষী মালিক]
এদিন সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায় সন্তানদের নিয়ে দুবাই যাওয়ার পথে দমদম বিমানবন্দরে আটকায় অভিবাসন দপ্তর। জানানো হয়, লুক আউট নোটিস জারি থাকায় বাইরে যেতে পারবেন না। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ”ও পাঞ্জাবী মেয়ে। ওর মা খুব অসুস্থ। ওর বাইরে যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়ে রেখেছে, শুধু একবার ED-কে জানাতে হবে। সেইমতো আগেই ও ইডিকে জানিয়েছিল। তখনই ইডি বলতে পারত যে তুমি যেও না। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর হাতে নোটিস ধরানো হল। বলা হল যে ৮ তারিখে তুমি এসো। এটা অমানবিক। মানুষকে সাহায্য করার পরিবর্তে কীভাবে দানব দৈত্যগিরি করা যায় সেই দিকেই চোখ। একদিকে মৃত্যুর মিছিল। কোনও লজ্জা নেই, সমবেদনা নেই। ইডি অমানবিকভাবে কাজ করে যাচ্ছে।”
[আরও পড়ুন: ‘ভারতীয়দের নিজেদের ঐতিহ্য সম্পর্কেই জ্ঞান নেই’! নেটপাড়াকে ‘সবক’ শেখালেন কঙ্গনা]
এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনামা প্রকাশ্যে এনে রুজির বন্দ্যোপাধ্য়ায়কে আটকানোর বিরোধিতা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এর মধ্যে তিনি রাজনৈতিক প্রতিহিংসাই দেখছেন।রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো নিয়ে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, রুজিরা বাইরে থেকে ফেরার পরই সোনা পাওয়া যায় তাঁর কাছ থেকে, তাই তাঁকে আটকানো হয়েছে। সকলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। ওঁর বিরুদ্ধেও হোক।