shono
Advertisement
CM Mamata Banerjee

'উপনির্বাচনে ৬ তৃণমূল প্রার্থীকে জয়ী করুন, আরও কাজ হবে', দার্জিলিং যাওয়ার আগে আবেদন মুখ্যমন্ত্রীর

একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিনদিনের সফরে দার্জিলিং গেলেন মুখ্যমন্ত্রী। তাঁর উত্তরবঙ্গ সফরের মাঝেই হবে উপনির্বাচন।
Published By: Sucheta SenguptaPosted: 02:01 PM Nov 11, 2024Updated: 02:37 PM Nov 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তিনদিনের দার্জিলিং সফরের আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ''বাংলার জনতাকে ধন্যবাদ, আপনারা সবসময়ে আমাদের সঙ্গে থেকেছেন। এই উপনির্বাচনেও তাঁদের জেতান। উন্নয়নের কাজ হবে। যাঁরা ইতিমধ্যে বিধায়ক, সাংসদ আছেন, তাঁরা তো কাজ করছেনই। এবার নতুনদের হাত ধরে আরও ভালোভাবে কাজ হবে।'' 

Advertisement

সোমবার দমদম বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরায় ১৩ তারিখ উপনির্বাচন। সিতাইয়ে সঙ্গীতা, মাদারিহাটে জয়প্রকাশ, মেদিনীপুরে সুজয়, নৈহাটিতে সনৎ, হাড়োয়ায় রবিউল আর তালড্যাংরায় ফাল্গুনী সিংহবাবু লড়ছে আমাদের দল থেকে। ওঁরা সবাই খেটেছে। আমি সকল মা-বোনকে বলতে চাই, আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। এমনিতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবসময়ে আমাদের পাশে থেকেছেন, ভরসা রেখেছেন। এবারও প্রার্থীদের জেতান। উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত করতে সাহায্য করুন।''

নিজের দার্জিলিং সফর নিয়েও এদিন বললেন মমতা। কয়েকটি কর্মসূচি নিয়ে সেখানে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের বললেন, ''অনেকদিন পর দার্জিলিংয়ে যাচ্ছি। নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি। এমনকী লোকসভা নির্বাচনের সময়ও যেতে পারিনি। কার্শিয়ং পর্যন্ত গিয়েছিলাম। ওখানে অনীতরা (অনীত থাপা) সব কাজ করেছে।''  এবার একাধিক কর্মসূচি নিয়ে তিনি যাচ্ছেন দার্জিলিংয়ে। মঙ্গলবার জিটিএ ও অন্যান্য উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরেরদিন, বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন।  তার পরের দিন ফিরবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাস।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উপনির্বাচনে ৬ দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • দার্জিলিং যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে বললেন তিনি।
Advertisement