shono
Advertisement

কয়লা পাচার কাণ্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ফের হাই কোর্টে সিবিআই

রাজ্যের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।
Posted: 03:34 PM Feb 08, 2021Updated: 03:45 PM Feb 08, 2021

শুভঙ্কর বসু: কয়লা পাচার কাণ্ডে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সিবিআই। সোমবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কয়েকদিন আগে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের সহযোগিতা নিয়ে তল্লাশি চালাতে হবে বলে সিবিআইকে রায় দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। আর এতেই আপত্তি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির।

Advertisement

[আরও পড়ুন: টার্গেট অনুব্রতর গড়, ভোটের আগে বীরভূমে জনসভা নাড্ডা-রাজনাথ-স্মৃতি-যোগীর]

রাজ্যে কয়লা ও গরু পাচার মামলায় দ্রুত তদন্ত করছে সিবিআই। বিধানসভা নির্বাচনের আগে এনিয়ে রীতিমতো সরগরম রাজ্যের রাজনীতি। কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালার নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। তবে, এই মামলায় সিবিআইয়ের তদন্ত করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্ত। কয়েকদিন আগেই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে ওই এফআইআরকে চ্যালেঞ্জ করে লালা। দীর্ঘ শুনানি শেষে আদালত সিবিআইয়ের বিরুদ্ধে লালার করা মামলা খারিজ করে দেয় আদালত। সিবিআইয়ের এফআইআরের বিরুদ্ধে কোনও হস্তক্ষেপ না করার পাশাপাশি, আইন অনুযায়ী সিবিআই তার তদন্ত চালাতে পারবে বলেও স্পষ্ট জানিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তবে তিনি আরও জানিয়েছিলেন যে, রেলের এক্তিয়ারভুক্ত এলাকা ছাড়া এই মামলায় তল্লাশি চালাতে গেলে রাজ্যের সহযোগিতা নিতে হবে। এমনকী, যৌথভাবে তল্লাশি চালানোর কথাও কলকাতা হাই কোর্ট তার নির্দেশে জানিয়েছিল বলে খবর। আর তাতেই আপত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির।

জানা গিয়েছে, সিঙ্গল বেঞ্চের রায়ের পরই আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসে সিবিআই। তদন্তকারী সংস্থাটির দাবি, কয়লা পাচারের সঙ্গে গরু পাচারের মামলার যোগ রয়েছে। দেশের একাধিক রাজ্যে ও বাংলাদেশে এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে। ফলে আইন অনুযায়ী এই মামলায় তদন্ত চালাতে গেলে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। জানা গিয়েছে, ইতিমধ্যে সিবিআইয়ের আবেদন তালিকাভুক্ত করে হাই কোর্টের প্রধান বিচারপতি টি এন রাধাকৃষ্ণণের কাছে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: টার্গেট অনুব্রতর গড়, ভোটের আগে বীরভূমে জনসভা নাড্ডা-রাজনাথ-স্মৃতি-যোগীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement