shono
Advertisement

Breaking News

CPM

কাস্তে-হাতুড়ি আঁকছে শিশু! হোলির শুভেচ্ছা জানিয়ে বাম পোস্টে বিতর্ক

নেট দুনিয়ায় প্রশ্ন, রাজনৈতিক দলের পোস্টে কেন শিশুর ছবি ব্যবহার করা হল?
Published By: Subhankar PatraPosted: 10:21 AM Mar 16, 2025Updated: 10:21 AM Mar 16, 2025

স্টাফ রিপোর্টার: হোলির শুভেচ্ছা জানিয়ে সোশ‌্যাল মিডিয়ায় সিপিএমের একটি পোস্ট ঘিরে ফের বিতর্ক। এক্স হ্যান্ডলে সিপিএমের ওই পোস্টে দেখা যাচ্ছে, হাফ প্যান্ট পরে এক শিশু দেওয়ালে কাস্তে হাতুড়ি আঁকছে। দূরে রং খেলছে দু'জন। শিশুর মুখেও হাসি। নিচে পড়ে রয়েছে খানিকটা লাল আবির। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, 'কালার অফ রেসিস্ট‌্যান্ট’ অর্থাৎ প্রতিরোধের রং।

Advertisement

নেট দুনিয়ায় প্রশ্ন, রাজনৈতিক দলের পোস্টে কেন শিশুর ছবি ব‌্যবহার করা হল? কেন ‘শৈশব’-কে ব‌্যবহার করা হল? এক নেটনাগরিক লিখেছেন, কোনও রাজনৈতিক দলের ইস্তাহার বা বিজ্ঞাপনে শিশুদের ব্যবহার কি আইনসম্মত? শৈশবটাও হনন করে নেবেন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে? আরেকজন আবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, রঙিন হব তবে রং বদলাব না।

আগে কোনও ধর্মীয় উৎসব নিয়ে সিপিএম মাতামাতি করত না। সম্প্রতি পৌষপার্বণ থেকে শুরু করে বড়দিনের শুভেচ্ছা জানাতেও রাজ‌্য সিপিএম সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ইদানীং প্রায় প্রতিটি উৎসবেই নানা ধরনের শুভেচ্ছা বার্তা পোস্ট করতে দেখা যাচ্ছে আলিমুদ্দিনকে। রাজনৈতিক মহলে প্রশ্ন, বাংলার জনমানসে ভেসে থাকার জন্যই এই কৌশল নিয়েছে সিপিএম? এর আগে বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সিপিএম দেখিয়েছিল কাস্তে হাতুড়ির মাথার উপর রয়েছে সান্তা টুপি। অনেকেই কটাক্ষ করে বলছেন, বিধানসভা-লোকসভায় শূন‌্য হয়ে এবার উৎসব আর ধর্মীয় ভাবাবেগকে প্রাণপণে আঁকড়ে ধরার চেষ্টায় বঙ্গ সিপিএম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোলির শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় সিপিএমের একটি পোস্ট ঘিরে ফের বিতর্ক।
  • এক্স হ্যান্ডলে সিপিএমের ওই পোস্টে দেখা যাচ্ছে, হাফ প্যান্ট পরে এক শিশু দেওয়ালে কাস্তে হাতুড়ি আঁকছে।
  • পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, 'কালার অফ রেসিস্ট‌্যান্ট’ অর্থাৎ প্রতিরোধের রং।
Advertisement