shono
Advertisement
firearms

৪৮ ঘণ্টার মধ্যে ফের কলকাতা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার, আনন্দপুর থেকে ধৃত যুগল, উদ্ধার ১১ আগ্নেয়াস্ত্র

ধৃতরা কোথা থেকে, কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র জড়ো করেছিল,কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Paramita PaulPosted: 04:30 PM Mar 30, 2025Updated: 05:03 PM Mar 30, 2025

অর্ণব আইচ: ফের কলকাতা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার। শিয়ালদহ, বৈঠকখানা বাজারের পর এবার আনন্দপুর। এক যুগলের কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে। গ্রেপ্তার ২। ধৃতরা কোথা থেকে, কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র জড়ো করেছিল,কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

গোপন সূত্রে অস্ত্র সরবরাহের খবর পেয়ে রবিবার দুপুরে আনন্দপুরের নোনাডাঙা সবুজ সংঘের কাছে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে এক যুগলকে গ্রেপ্তার করা হয়। ধৃত আজিজ মোল্লা। বয়স ৩৬ বছর। হুগলির বাসিন্দা। তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আজিজের সঙ্গী পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা ময়না মাজিকেও গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

তল্লাশি করে মোট ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে চারটি সেভেন এমএমের পিস্তল উদ্ধার হয়েছে। এসটিএফ সবকটি অস্ত্র বাজেয়াপ্ত করেছে। দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের হদিশ পেতে চায় এসটিএফ। তবে শহর থেকে পরপর এত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, গত নভেম্বরে শিয়ালদহ থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার হয় একজন। এরপর ২৭ জানুয়ারি বৈঠকখানা রোড থেকে অস্ত্র-সহ ৫ জন গ্রেপ্তার হয়। ৮ ফেব্রুয়ারি বড়বাজারে অভিযান চালিয়ে ১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ১২ মার্চ এজেসি বোস রোড ছেকে দু'জন গ্রেপ্তার হয়। ১৭ মার্চ ফের অভিযান চলে। উদ্ধার হয় ৪টি সেভেন এমএম পিস্তল কার্তুজ, ২টি পিস্তল, ২ রাউন্ড ৮ এমএম কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ বাজেয়াপ্ত হয়। ২৮ মার্চ প্রগতি ময়দান থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ ২জনকে গ্রেপ্তার করা হয়। মাত্র দু'দিনের মাথায় আনন্দপুর এলাকা থেকে ধৃত দুই হ্যান্ডলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের কলকাতা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার।
  • এক যুগলের কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে।
  • গ্রেপ্তার ২।
Advertisement