shono
Advertisement
Buddhadeb Bhattacharya

বইমেলা থেকে রাজ্য সম্মেলন, ভোট ফেরাতে সেই বুদ্ধরই শরণে সিপিএম

প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই কিনতে ভিড় জমছে স্টলে।
Published By: Paramita PaulPosted: 04:21 PM Feb 03, 2025Updated: 06:14 PM Feb 03, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভোট ফেরাতে 'বুদ্ধ' স্মরণে সিপিএম। বইমেলা থেকে আসন্ন রাজ্য সম্মেলনের প্রচার, সর্বত্রই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে তুলে ধরছে রাজ্য সিপিএম। বইমেলায় পার্টির ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের স্টলে ছেয়ে রয়েছে বুদ্ধদেবের লেখা বই, তাঁর ছবি দেওয়া কফি মগ, চাবির রিং। প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই কিনতে ভিড় জমছে স্টলে।

Advertisement

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কাজেই ডিওয়াইএফআইয়ের মুখপত্র যুবশক্তি-র বুকস্টল এবার বুদ্ধময়। বাংলায় বামপন্থীদের কাছে 'আইকন' বুদ্ধবাবু। 'ডু ইট নাউ' স্লোগানের প্রবক্তা তিনি। তাঁর জমানায় একাধিক বিতর্ক থাকলেও ব্যক্তি বুদ্ধদেবের সততা প্রশ্নাতীত। তাই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা, ভাবমূর্তিকে এখনও তুলে ধরে ভোটবাক্সে খরা কাটানোর মরিয়া চেষ্টা করছে সিপিএম। বইমেলার স্টলে বুদ্ধবাবুর লেখা বইয়ের পাশাপাশি তাঁর সম্পর্কে লেখা বইও দেদার বিক্রি হচ্ছে বলে খবর। রয়েছে তাঁর কবিতার অডিও সিরিজও।

আবার সিপিএমের আসন্ন রাজ্য সম্মেলনের প্রচারেও সমাজমাধ্যমে তুলে ধরা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যর সেই স্লোগান 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ'। নতুন প্রজন্মের কমরেডদের উজ্জীবিত করতে, ছাত্র-যুবদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে বুদ্ধ আবেগই ভরসা সিপিএমের। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হুগলির ডানকুনিতে শুরু হচ্ছে সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন। ২৫ ফেব্রুয়ারি হবে প্রকাশ্য সমাবেশ। সেই রাজ্য সম্মেলন সামনে রেখেই শুরু হয়েছে প্রচার। ডানকুনিতে আবার বুদ্ধদেব স্মরণে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রক্তদান শিবিরও। সিপিএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাট ও মহম্মদ সেলিমের সঙ্গে বক্তা তালিকায় রয়েছেন পার্টির দুই মহিলা মুখ দেবলীনা হেমব্রম ও মীনাক্ষী মুখোপাধ্যায়। দেবলীনা ও মীনাক্ষীকে বক্তা তালিকায় রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে, রাজ্য সম্মেলন উপলক্ষে অনলাইনের মাধ্যমে সংগ্রাম তহবিলে অর্থ সংগ্রহ করছে সিপিএম। কৌটো নেড়ে খুচরো পয়সা নিয়ে নয়, অর্থ সঙ্কট কাটাতে কিউআর কোড সোশাল মিডিয়ায় দিয়ে অর্থদানের আহ্বান জানাচ্ছে আলিমুদ্দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোট ফেরাতে 'বুদ্ধ' স্মরণে সিপিএম।
  • বইমেলা থেকে আসন্ন রাজ্য সম্মেলনের প্রচার, সর্বত্রই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে তুলে ধরছে রাজ্য সিপিএম।
  • বইমেলায় পার্টির ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের স্টলে ছেয়ে রয়েছে বুদ্ধদেবের লেখা বই, তাঁর ছবি দেওয়া কফি মগ, চাবির রিং।
Advertisement