shono
Advertisement

Breaking News

Biman Bose

তিনদিনের জ্বরে কাবু বিমান বসু, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বামনেতা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 11:49 AM Nov 12, 2024Updated: 12:29 PM Nov 12, 2024

অভিরূপ দাস: জ্বর উপেক্ষা করেই উত্তরবঙ্গে কর্মসূচিতে গিয়েছিলেন বিমান বসু (Biman Bose)। অবস্থা গুরুতর হওয়ায় রাতে কলকাতায় ফেরামাত্রই তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। আজ তাঁর রক্ত পরীক্ষা করা হবে।  

Advertisement

জানা গিয়েছে, তিনদিন ধরেই জ্বর বিমান বসুর। তা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। ট্রেন সফরে ঠান্ডা হাওয়া লাগায় অসুস্থতা বাড়ে। কমছিল না জ্বর। তা নিয়েই কর্মসূচিতে যোগ দেন তিনি। ফেরার সময় মালদহে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি হতে চাননি তিনি। চেয়েছিলেন আলিমুদ্দিনের কার্যালয়েই হোক চিকিৎসা। কিন্তু কলকাতা পৌঁছতেই পরিস্থিতি বিবেচনা করে শেক্সপিয়র সরণির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। আজ তাঁর রক্ত পরীক্ষা করা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “৩ দিন ধরে জ্বর ছিল। জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কীভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।” উল্লেখ্য, ৮৮ বছরের এই বামনেতা অত্যন্ত নিয়মের মধ্যে দিনযাপন করেন। আলিমুদ্দিনের কার্যালয়ই তাঁর ঠিকানা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্বর উপেক্ষা করেই উত্তরবঙ্গে কর্মসূচিতে গিয়েছিলেন বিমান বসু।
  • অবস্থা গুরুতর হওয়ায় রাতে কলকাতায় ফেরামাত্রই তাঁকে ভর্তি করা হল হাসপাতালে।
  • হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। আজ তাঁর রক্ত পরীক্ষা করা হবে।
Advertisement