shono
Advertisement
Kolkata Police

কসবার হোটেলের ঘরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! নিখোঁজ দুই সঙ্গী, খুন নাকি দুর্ঘটনা?

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
Published By: Kousik SinhaPosted: 05:46 PM Nov 22, 2025Updated: 07:27 PM Nov 22, 2025

নিরুফা খাতুন:  শহরের হোটেলে উদ্ধার যুবকের রহস্যমৃত্যু । কসবা রাজডাঙা এলাকায় একটি হোটেল থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম আদর্শ লোসালকা (৩৩)। বীরভূমের বাসিন্দা। জানা গিয়েছে, ওই যুবকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে কসবা থানার পুলিশ। শুধু তাই নয়, ঘটনাস্থলে ডগ স্কোয়াড থেকে ফরেন্সিকের আধিকারিকরাও রয়েছে। তবে খুন নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই হোটেলে তিনজন উঠেছিলেন। কিন্তু অনেক রাতে দু'জন হোটেল থেকে বেরিয়ে যান। শোনা যাচ্ছে, এক মহিলাও তাঁদের সঙ্গে ছিলেন। আজ শনিবার দুপুরে একজনের দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, দেহটি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তৈরি হয়েছে রহস্য। বিশেষ করে তিনজন একসঙ্গে হোটেলে উঠলেও মধ্যরাতে দু'জন কেন বেরিয়ে গেল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে যদিও সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার সঙ্গে দু'জনের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত মাসে পার্কস্ট্রিটের একটি হোটেল থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।। রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেল রুমের বক্স খাটের ভিতর থেকে পাওয়া যায় দেহটি। জানা যায়, হোটেলের কর্মীরা দরজা খুলতেই পচা গন্ধ পান। বক্স খাট খুলতেই মেলে দেহ। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হোটেলের বন্ধ ঘরে উদ্ধার হল এক ব্যক্তির দেহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শহরের হোটেল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
  • কসবা রাজডাঙা এলাকায় একটি হোটেল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়।
Advertisement