shono
Advertisement

‘নির্বাচনী ফান্ডের জন্যই দাম বেড়েছে আলু-পিঁয়াজের’, শাসকদলকে তোপ দিলীপের

সবজির দামবৃদ্ধিতে মানুষের ক্ষোভ বাড়ছে বলেও এদিন মন্তব্য করেন তিনি।
Posted: 11:53 AM Oct 30, 2020Updated: 11:57 AM Oct 30, 2020

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার সবজির দাম বৃদ্ধির জন্য মমতা সরকারকে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচনী (Election) ফান্ডের জন্যই আলু-পিঁয়াজের দাম বাড়ছে বলে মন্তব্য করলেন তিনি। মুখ খুললেন শোভন বৈশাখী প্রসঙ্গেও।

Advertisement

অন্যান্যদিনের মতোই শুক্রবার প্রাতঃভ্রমণে ইকো পার্কে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই আলু-পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি। কেন দাম বাড়ছে? সাংবাদিকদের এপ্রশ্নের জবাবে বিজেপি সাংসদ বলেন, “এই সময় এমনিতেই শাক-সবজি, ফলের দাম বাড়ে৷ বাজার নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সরকারের। কিন্তু এখনও আমরা সেরকম কিছুই দেখছি না। আলু ও পিঁয়াজের দাম বেড়েছে। নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য এগুলি করা হচ্ছে৷ সরকারের সতর্ক হওয়া উচিত। মানুষ এমনিতেই কষ্টের মধ্যে আছেন করোনার কারণে৷ এতে মানুষের ক্ষোভ আরও বাড়বে।” 

[আরও পড়ুন: দেওর-বউদির সম্পর্ক মেনে নেয়নি পরিবার, অভিমানে আত্মহত্যা যুগলের]

পিঁয়াজের দর বৃদ্ধি হলেও আলুর দাম বাড়ার কোনও কারণ নেই বলেও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। বলেন, “পিঁয়াজ নাসিক থেকে আসে৷ তাই পিঁয়াজের দাম বাড়ার একটা কারণ আছে। হতে পারে ফসল কম হয়েছে, নষ্ট হয়েছে৷ কিন্তু আলুর দাম বাড়ার কোনও কারণ নেই। আলু তো তারকেশ্বর থেকে আসে। পশ্চিমবঙ্গে আলু চাষও হয়।” এদিন শোভন-বৈশাখী প্রশ্ন করা হলে সাংসদ বলেন, “শোভন ও বৈশাখি দু’জনেই সচেতন মানুষ৷ ওঁরা কখন কী করতে হবে জেনেই রাজনীতিতে এসেছেন৷ ওঁরা যখন রাজি হবেন, যে কাজ করতে চাইবেন, সেই কাজ দেওয়া হবে৷” 

[আরও পড়ুন: ভোর ও রাতে নামছে তাপমাত্রার পারদ, কবে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? জানাল হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement