shono
Advertisement
Dilip Ghosh

দিঘার জগন্নাথধামে গিয়েছিলেন, মমতা মহাকাল মন্দিরের শিলান্যাস করার আগেই দিলীপ বললেন, 'আমি যাবই'

দিঘার জগন্নাথধাম উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দলবদল করতে চলেছেন বলেও জল্পনা শোনা গিয়েছিল।
Published By: Tiyasha SarkarPosted: 11:24 AM Jan 16, 2026Updated: 01:16 PM Jan 16, 2026

দিঘার জগন্নাথধাম উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি দলবদল করতে চলেছেন বলেও জল্পনা শোনা গিয়েছিল সেই সময়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতার। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাফ জানালেন, মন্দির যেই করুন না কেন সেখানে তিনি যাবেন। অর্থাৎ দল যাই বলুক না কেন নিজের অবস্থানে যে তিনি অনড় তা ফের বুঝিয়ে দিলেন দিলীপ। 

Advertisement

গত অক্টোবরে শিলিগুড়িতে সব থেকে বড় মহাকাল মন্দির তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত গতিতে এগিয়েছে নথির কাজ। আজ, শুক্রবার বিকেলে মন্দিরের শিলান্যাস করবেন তিনি। তার আগেই প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সাফ জানালেন, এই মহাকাল মন্দিরেও যাবেন তিনি। তাঁর কথায়, "মন্দির কে করল, কোন দল করল সেটা কোনও বড় কথা নয়। মানুষ ভালো-খারাপ হতেই পারে। তার সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই। মন্দিরে সকলে যেতে পারেন। আমিও যাব মহাকাল মন্দিরে।"

দিলীপ ঘোষ সাফ জানালেন, এই মহাকাল মন্দিরেও যাবেন তিনি। তাঁর কথায়, "মন্দির কে করল, কোন দল করল সেটা কোনও বড় কথা নয়। মানুষ ভালো-খারাপ হতেই পারে। তার সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই। মন্দিরে সকলে যেতে পারেন। আমিও যাব মহাকাল মন্দিরে।"

 প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দলে গুরুত্ব কমছিল দিলীপ ঘোষের। গতবছর রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথমন্দির দর্শন করেছেন দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। তারপর থেকে দলবদলু বিজেপি ও দলের ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে পুরোপুরি এড়িয়ে চলার কৌশল নেয়। দীর্ঘদিন তাঁকে দলের কোনও কর্মসূচিতেও দেখা যায়নি। স্বাভাবিকভাবেই অভিমান জমেছিল দিলীপের মনেও। সম্প্রতি ছাব্বিশকে পাখির চোখ করে দিলীপের মানভঞ্জনে আসরে নামেন খোদ অমিত শাহ। তারপর থেকেই পুরনো মেজাজে ধরা দিয়েছেন দিলীপ। তবে তাতেও বিশেষ খুশি নয় দল। শীর্ষ নেতৃত্বের তরফে ফের তাঁকে সেন্সর করা হয়েছেয তারই মাঝে এবার মহাকাল মন্দিরে যাওয়ার কথা বলে নতুন করে দলবদলের জল্পনা উসকে দিলীপ।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement