shono
Advertisement
Dilip Ghosh Son Death

রাতভর বন্ধুদের সঙ্গে দেদার পার্টি! দিলীপ-রিঙ্কুর ছেলের রহস্যমৃত্যুতে বহু প্রশ্ন

পার্টিতে কারা ছিলেন? খোঁজ চালাচ্ছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 05:02 PM May 13, 2025Updated: 05:22 PM May 13, 2025

দিশা ইসলাম, বিধাননগর: দিলীপ-রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে (Dilip Ghosh Son Death) উঠছে বহু প্রশ্ন। এরই মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সোমবার রাতে নাকি সাপুরজি আবাসনেই বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন ওই যুবক। গভীর রাতে বন্ধুরা তাঁর আবাসন থেকে যায় বলেই প্রতিবেশী ও পুলিশ সূত্রে খবর। তারপরই মঙ্গলবার সকালে উদ্ধার যুবকের দেহ। তবে কি ঘটনার সঙ্গে যোগ রয়েছে পার্টির? উত্তর খুঁজছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অন্য়ান্যদিনের মতোই সোমবারও অফিসে গিয়েছিলেন সৃঞ্জয়। ফেরেন সন্ধ্যায়। রাতের দিকে বন্ধুদের তাঁর ফ্ল্যাটে ঢুকতে দেখেন প্রতিবেশীরা। তবে তাঁরা কোন বন্ধু, কীভাবে পরিচয় তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সকালে রাঁধুনি গিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সৃঞ্জয়কে। এরপরই রিঙ্কুদেবীকে জানান তিনি। তারপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এদিকে সৃঞ্জয়ের দেহের পাশ থেকে মিলেছে কিছু ওষুধ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওষুধের ওভারডোজেই নাকি মৃত্যু। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, নিয়মিত কী কোনও ওষুধ খেতেন সৃঞ্জয়? মদ্যপ থাকায় সোমবার রাতে ডোজ বেশি হয়ে এই বিপত্তি, নাকি আত্মহত্যা করেছেন তিনি? সেক্ষেত্রে কারণ কী? জানার চেষ্টায় পুলিশ।

প্রসঙ্গত, দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে ঠিক হওয়ার পরই চর্চায় এসেছিলেন সৃঞ্জয়। মায়ের বিয়েতে সশরীরে উপস্থিত ছিলেন না তিনি। তবে বারবার জানিয়েছেন, এ বিয়েতে তার সম্পূর্ণ মত রয়েছে। পাশাপাশি সৎবাবা দিলীপের সঙ্গে ইডেনে খেলা দেখতেও গিয়েছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিলীপ-রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে উঠছে বহু প্রশ্ন। এরই মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য।
  • জানা যাচ্ছে, সোমবার রাতেও সাপুরজি আবাসনেই বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন ওই যুবক। গভীর রাতে বন্ধুরা তাঁর আবাসন থেকে যায় বলেই প্রতিবেশী ও পুলিশ সূত্রে খবর।
  • তারপরই মঙ্গলবার সকালে উদ্ধার যুবকের দেহ। তবে কি ঘটনার সঙ্গে যোগ রয়েছে পার্টির? উত্তর খুঁজছে পুলিশ।
Advertisement