shono
Advertisement
Dilip Ghosh

‘দল চায় না আমি যাই’, দুর্গাপুরে মোদির সভার সকালে দিল্লির পথে দিলীপ

দলের কাজে দিল্লি যাচ্ছেন বলেই দাবি দিলীপের।
Published By: Tiyasha SarkarPosted: 08:53 AM Jul 18, 2025Updated: 09:08 AM Jul 18, 2025

বিধান নস্কর, দমদম: জল্পনার ইতি। দুর্গাপুরে মোদির সভায় থাকছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকটা। বললেন, "কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।"

Advertisement

প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? গত কয়েকদিন ধরে চর্চায় এই একটাই বিষয়। কখনও শোনা গিয়েছে, দলের তরফে আমন্ত্রণ পত্র পৌঁছেছে দাপুটে এই নেতার কাছে। যদিও পরে তিনি নিজে দাবি করেছেন বঙ্গ বিজেপি আমন্ত্রণ করেনি। তবে দিলীপ বলেছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন সভায়। কিন্তু বৃহস্পতিবার রাতে শোনা গিয়েছিল, তিনি যাচ্ছেন না। তারপরই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দিলীপ। লেখেন, "আমরা থাকব, আপনি আসুন।" তাতেই নতুন করে জল্পনা শুরু হয়েছিল। 

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দমদম বিমানবন্দরে দেখা গেল দিলীপ ঘোষকে। সেখানেই বিজেপি নেতা জানান, দলের কাজে তিনি দিল্লি যাচ্ছেন। কিন্তু মোদির সভার দিনেই কেন দিল্লি সফর? দিলীপের কথায়, "আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।" 

দীর্ঘদিন ধরেই আদি-নব্য দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি। সময়ের সঙ্গে সঙ্গে কোণঠাসা হতে হয়েছে দাপুটে নেতা দিলীপ ঘোষকে। তবে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর ছবিটা বদলাবে বলেই আশা করেছিলেন সকলে। কিন্তু মোদির সভায় দিলীপকে আমন্ত্রণ না জানানোয় আরও প্রকট দলের ফাটল। অভিমানী দিলীপ ২১ জুলাই কী করেন, এবার সেদিকেই তাকিয়ে ওয়াকিবহলমহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুর্গাপুরে মোদির সভায় থাকছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।
  • বিমানবন্দরে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকটা।
  • বললেন, "কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।"
Advertisement