shono
Advertisement

Breaking News

Kolkata china flight

কাটল ৫ বছরের জট, চলতি মাসের শেষেই আকাশপথে জুড়ে যাবে কলকাতা-চিন

দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি কলকাতার চিনা কনসুলেট।
Published By: Anwesha AdhikaryPosted: 01:29 PM Oct 03, 2025Updated: 01:29 PM Oct 03, 2025

অর্ণব আইচ: ভারত-চিন বিমান পরিষেবা চালু হওয়ার কথা গতকালই ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। সেই ঘোষণাকে স্বাগত জানাল কলকাতার চিনা কনসুলেট। সেই সঙ্গে কনসুলেটের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শেষদিকেই আকাশপথে জুড়ে যাবে কলকাতা-চিন। কলকাতা থেকে সরাসরি গুয়াংঝৌ পর্যন্ত চলবে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। দুই দেশের বাণিজ্য এবং পর্যটনে উন্নতি হবে নতুন বিমান পরিষেবার মাধ্যমে, আশাবাদী চিনা কনসুলেট।

Advertisement

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে ভারত-চিন বিমান পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পরে দুই ঐক্যমত্যে এসেছে যে, ফের দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে। এই পরিষেবা চালু হলে তা যে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে তাও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফেই জানা গিয়েছিল, চলতি মাসের শেষদিকে সরাসরি বিমান পরিষেবা শুরু হবে ভারত-চিনের মধ্যে।

তারপরেই ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে ভারত এবং চিনের মধ্যে বিমান পরিষেবা। কলকাতা থেকে গুয়াংঝৌ পর্যন্ত চলবে ইন্ডিগোর বিমান। তবে দেশের অন্য কোনও বিমানবন্দর থেকে চিনের উদ্দেশে সরাসরি বিমান এখনই শুরু হচ্ছে না। দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি কলকাতার চিনা কনসুলেট। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও গোটা বিষয়টিতে সহযোগিতা করছে।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড অতিমারীর জেরে প্রভাব পড়েছিল কৈলাস-মানস সরোবর যাত্রা, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসার উপর। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। চলতি বছর বেজিং-এর সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। এমনকী চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এবার দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে ভারত-চিন বিমান পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে।
  • তারপরেই ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে ভারত এবং চিনের মধ্যে বিমান পরিষেবা
  • ২০২০ সালে কোভিড অতিমারীর জেরে প্রভাব পড়েছিল কৈলাস-মানস সরোবর যাত্রা, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসার উপর।
Advertisement