shono
Advertisement
New Town

ছুটি নিয়ে বিবাদ! সহকর্মীদের ছুরির কোপ সরকারি কর্মীর, চাঞ্চল্য নিউটাউনে

৪ কর্মী আহত হয়েছেন।
Published By: Subhankar PatraPosted: 01:43 PM Feb 06, 2025Updated: 02:30 PM Feb 06, 2025

দিশা ইসলাম, নিউটাউন: ছুটি নিয়ে বিবাদ! রাগে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল সরকারি কর্মীর বিরুদ্ধে। আহত ৪ কর্মী। অভিযুক্তকে রাস্তায় রক্তাক্ত ছুরি নিয়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউটাউনের সরকারি কারিগরী ভবন এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানার পুলিশ ।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত অসিত সরকার নিউটাউনের কারিগরী ভবনের কর্মী। তিনি টেকনিক্যাল এডুকেশন বিভাগে কাজ করেন। বাড়ি সোদপুরের ঘোলায়। ছুটির সমস্যার জেরে জয়দেব চক্রবর্তী, শেখ সাতাবুল, শান্তনু সাহা, সার্থ লেট নামে চারজনের উপর হামালা চালায়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। 

সূত্র মারফত খবর, ওই ব্যক্তি ছুটি নিয়ে বিব্রত ছিলেন। তা নিয়ে সহকর্মীদের সঙ্গে বিবাদ হয়।  বৃহস্পতিবার সেই কারণে দপ্তরের ৪কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এই কাণ্ডের পর রাস্তায় ছুরি হাতেই বেরিয়ে পড়েন অভিযুক্ত। তাঁকে ওই অবস্থায় দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। ছুটি নিয়ে বিবাদ নাকি, পিছনে অন্য কোনও কারণ রয়েছে,  অভিযুক্ত ব্যক্তির কোনও মানসিক সমস্যা রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলছে। কারিগরী ভবনের কাছেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। সেই আবহে সরকারিকর্মীর ছুরি নিয়ে রাস্তায় দাপাদাপি শোরগোল পড়েছে এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছুটি নিয়ে বিবাদ! রাগে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল সরকারি কর্মীর বিরুদ্ধে। আহত ৩ কর্মী।
  • অভিযুক্তকে রাস্তায় রক্তাক্ত ছুরি নিয়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায়।
  • বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউটাউনের সরকারি কারিগরি ভবন এলাকায়।
Advertisement