shono
Advertisement
East West metro service

টানা আড়াই দিন বন্ধ থাকতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো! পরিষেবা স্বাভাবিক কবে?

কেন এই রুটে পরিষেবা বন্ধ থাকতে পারে আড়াই দিন?
Published By: Paramita PaulPosted: 08:25 PM Mar 03, 2025Updated: 08:27 PM Mar 03, 2025

নব্যেন্দু হাজরা: টানা আড়াই দিন বন্ধ থাকতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো! যার জেরে ফের ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। কলকাতা মেট্রো সূত্রে খবর, চলতি সপ্তাহে শুক্রবার (৭ মার্চ) সন্ধে সাতটা থেকে সোমবার (১০ মার্চ) সকাল সাতটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকতে পারে মেট্রো চলাচল। সোমবার সকাল ৮টা থেকে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে স্বাভাবিক হবে পরিষেবা। কিন্তু কেন এই রুটে পরিষেবা বন্ধ থাকতে পারে আড়াই দিন?

Advertisement

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুট জুড়তে পুরোপুরি তৈরি বউবাজার। কিন্তু কতটা নিরাপদ এই লাইন? কাজ কতটা সম্পূর্ণ হয়েছে? সূত্রের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। আড়াই দিন ধরে চলবে খুঁটিনাটি পর্যবেক্ষণের কাজ। তাই শুক্রবার সন্ধে সাতটার পর আর গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু-তে কোনও মেট্রো চলাচল করবে না, এমনই দাবি সূত্রের।

কলকাতা মেট্রো সূত্রে খবর, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে শেষ মেট্রো ছাড়বে শুক্রবার সন্ধ্যে ৭টায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়তে পারে সন্ধ্যে ৭টা ৩ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশে শেষ মেট্রো রওনা দিতে পারে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে। সোমবার সকালে পরিষেবা স্বাভাবিক হতে পারে। ওই দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল ৮টায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল সোয়া আটটায়। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো রওনা দিতে পারে ৮টা ৫ মিনিটে। তবে এ নিয়ে কলকাতা মেট্রোর তরফে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা আড়াই দিন বন্ধ থাকতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো!
  • যার জেরে ফের ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা।
  • চলতি সপ্তাহে শুক্রবার সন্ধে সাতটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকতে পারে মেট্রো চলাচল।
Advertisement