নব্যেন্দু হাজরা: টানা চারদিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। আজ শনিবারও দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমানসংস্থার একাধিক বিমান বাতিল করা হয়েছে। চরম ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ। যার ক্ষোভ আছড়ে পড়ছে দেশের একাধিক বিমানবন্দরে। এই অবস্থায় মুশকিল আসান হল পূর্ব রেলের। যাত্রীদের সুবিধার কথা ভেবে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া-নয়াদিল্লি এবং শিয়ালদহ এবং মুম্বইয়ের লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রেলের দাবি, এতে বহু যাত্রীর সুবিধা হবে।
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর ০৩০০৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল হাওড়া থেকে ১১টায় ছাড়বে। তৃতীয়দিন বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি দিল্লি পৌঁছাবে। অন্যদিকে ১০ তারিখ ০৩০১০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি নয়াদিল্লি থেকে সকাল ৭:৩০ মিনিটে ছেড়ে পরের দিন দুপুর ১:৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আপ এবং ডাউন অর্থাৎ উভয়দিকেই ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে স্টপেজ দেবে। অন্যদিকে ০৩১২৭ শিয়ালদহ-লোকমান্যতিলক স্পেশাল ট্রেনটি আগামী ৮ ডিসেম্বর ১১ টা ১০ মিনিটে ছাড়বে। সেটি তৃতীয় দিনে দুপুর ৩:৩০ মিনিটে লোকমান্য তিলক পৌঁছবে। একইভাবে আগামী ১১ ডিসেম্বর ০৩১২৮ লোকমান্য তিলক- শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ৬:৩০ মিনিটে লোকমান্যতিলক থেকে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।
উভয়পথেই ট্রেনটি নৈহাটি, ব্যাণ্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে স্টপেজ দেবে। শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার কথা ভেবে দুটি স্পেশাল ট্রেনেই জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার কার্ড এবং এসির সুবিধা থাকবে বলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুধু তাই নয়, অনলাইন এবং অফলাইনের মাধ্যমে স্পেশাল ট্রেনগুলির টিকিট পাওয়া সম্ভব হবে বলেও রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
