shono
Advertisement
BJP-RSS

ব্রিগেডে গীতাপাঠের আসরে শক্তিপ্রদর্শনের চেষ্টা গেরুয়া শিবিরের! আমন্ত্রিত 'ব্রাত্য' দিলীপও

ছাব্বিশে ভোটের আগে এই কর্মসূচির সাফল্য নিয়ে বঙ্গ বিজেপির চিন্তাও কিছু কম নয়।
Published By: Sucheta SenguptaPosted: 08:20 PM Dec 06, 2025Updated: 10:33 PM Dec 06, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের ভোটের আগে ফের হিন্দু-অস্ত্রে শান গেরুয়া ব্রিগেডের। রবিবার, ৭ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া শিবিরের উদ্যোগে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর আসর বসছে। তা কার্যত বঙ্গ বিজেপির শক্তিপ্রদর্শনের ক্ষেত্র বলে মত রাজনৈতিক মহলের একাংশের। পাঁচ লক্ষ জমায়েতের লক্ষ্যে এই কর্মসূচিতে সাধুসন্তদের সঙ্গে থাকছেন রাজ‌্য বিজেপির প্রথম সারির নেতা থেকে সাধারণ কর্মীরাও।

Advertisement

ব্রিগেডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' আসরের প্রস্তুতি। নিজস্ব ছবি।

সরাসরি বিজেপির ব্যানারে না হলেও গীতাপাঠের আসরকে সফল করতে আরএসএস এবং বিজেপি পুরোদমে নেমে পড়েছে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যদের সঙ্গে থাকবেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষও। বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে 'ব্রাত‌্য' দিলীপ ঘোষ। কিন্তু 'সনাতন সংস্কৃতি সংসদ'-এর ব‌্যানারে রবিবার গীতাপাঠের আসরে আমন্ত্রণ পেয়েছেন আরএসএসের 'ঘরের ছেলে' বলেই পরিচিত 'দাবাং' নেতা। সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির বড় কোনও কর্মসূচিতে সেভাবে তাঁকে দেখা যাচ্ছে না, তিনি আমন্ত্রণও পাচ্ছেন না। তা নিয়ে বেশ চর্চা রয়েছে বিজেপির অন্দরে। সেই চর্চার মধ্যেই দিলীপ জানিয়ে দিলেন, রবিবারের কর্মসূচিতে তিনি থাকছেন। সুকান্ত-শমীকদের সঙ্গে দীর্ঘদিন পর দিলীপকে একই সারিতে দেখা যাবে বলে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সাধুসন্তদের সমাগম শুরু হয়েছে ইতিমধ্যে। নিজস্ব ছবি।

পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রবিবার ব্রিগেডে গীতাপাঠের আসরে উপস্থিত থাকছেন বলে খবর। দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের পর থেকে শুভেন্দুর সঙ্গে দিলীপের সংঘাতও চরমে। এই পরিস্থিতিতে শুভেন্দু ও দিলীপের মধ্যে দূরত্ব এখানেও থাকে কি না, সেদিকেও নজর থাকবে। গত বছর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসানো হলেও আশানুরূপ জনসমাগম হয়নি। এবার পাঁচ লক্ষ জনসমাগমের লক্ষ‌্যপূরণে গত তিনমাস ধরে লাগাতার কর্মসূচি নিয়েছে আরএসএস ও সহযোগী সংগঠনগুলি।

তবে কর্মসূচি সফল করতে বিজেপি-সহ গোটা গেরুয়া শিবিরই মাঠে নেমেছে। জমায়েতের লক্ষ‌্যমাত্রার কতটা পূরণ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচির সাফল্য নিয়ে বঙ্গ বিজেপি চিন্তিত হলেও শক্তিপ্রদর্শনের লক্ষ‌্যে নামছে। বিজেপির একাধিক বিধায়ক তাঁদের পরিবার নিয়ে ইতিমধ্যে চলে এসেছেন ব্রিগেডে গীতাপাঠের আসরে উপস্থিত থাকার জন‌্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার ময়দানে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর সনাতন সংস্কৃতি সংসদের।
  • ছাব্বিশের আগে শক্তিপ্রদর্শনের চেষ্টায় বিজেপি-আরএসএস।
  • এই অনুষ্ঠানে আমন্ত্রিত 'ব্রাত্য' দিলীপও।
Advertisement