নব্যেন্দু হাজরা: নারী নির্যাতন ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল বিধানসভা। বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। এর পরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হয়েছেন তাঁরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা চত্বর।
২৫ নভেম্বর থেকে বিধায়সভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। বুধবার ছিল তৃতীয় দিন। জানা গিয়েছে, এদিন আর জি কর কাণ্ড ও পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর ঘটা অত্যাচারের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু তাঁদের এবিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই ওয়াক আউট করে বিজেপি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিভোক্ষ দেখাতে শুরু করেন বিধায়করা। প্রত্যেকের হাতে রয়েছে প্ল্যাকার্ড। এদিন স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শংকর ঘোষ।
আর জি কর কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। গতকালই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে বিধানসভা এসেছিলেন অভয়ার বাবা-মা। মেয়ের সুবিচারের জন্য বিরোধী দলনেতার সহযোগিতা চেয়েছিলেন তাঁরা। ঠিক তার পরের দিনই নারী নির্যাতন ইস্যুতে কেন্দ্র করে উত্তাল হল বিধানসভা।