অর্ণব আইচ ও ফারুক আলম: রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে ডেকে পাঠাল ইডি। পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল মন্ত্রী সুজিত বসুর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মন্ত্রীর বাড়ি ও অফিসে আগেই তল্লাশি চালিয়েছিল। সেই মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীর পরিবারকে ইডি অফিসে তলব। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আলাদা আলাদা দিনে তাঁদের তিনজনকে ডাকা হয়েছে বলে খবর।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। দক্ষিণ দমদম পুরসভার পুর দুর্নীতিতে মন্ত্রীর নাম জড়িয়ে বলে অভিযোগ উঠেছিল। গত বছর দমকলমন্ত্রীর বাড়ি, অফিসে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা।
রাজ্যে বিধানসভা ভোটের আগে ফের এই মামলায় সক্রিয় হয় ইডি। চলতি বছর অক্টোবর মাসে ফের ইডি আধিকারিকরা মন্ত্রীর অফিসে হানা দেন। সল্টলেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, নাগেরবাজার, কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে যায় ইডি। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান। পরে আধিকারিকরা ফিরে যান। জানা গিয়েছিল, পুর নিয়োগ দুর্নীতি-সহ দুটি পৃথক মামলায় ওই হানা। ভোটের আগে ওই হানা দলকে কালিমালিপ্ত করার চেষ্টা বলেই অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই মামলাতেই এবার মন্ত্রীর পরিবারকে তলব বলে খবর। এদিন সেই বিষয় জানাজানি হতেই জল্পনা শুরু হয়েছে।
