shono
Advertisement

Breaking News

ED

চিটফান্ড মামলার কিনারায় ফের সক্রিয় ইডি, কলকাতা জুড়ে সকাল থেকে তল্লাশি

প্রয়াগ নামে ভুয়ো অর্থলগ্নি সংস্থার আর্থিক দুর্নীতির তদন্তে ডিরেক্টরের বাড়ি, অফিসে অভিযান চালায় ইডির চারটি দল। বছর সাত আগে সংস্থার কর্ণধার ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল।
Published By: Sucheta SenguptaPosted: 10:48 AM Nov 26, 2024Updated: 10:57 AM Nov 26, 2024

অর্ণব আইচ: চিটফান্ড মামলার কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সকাল থেকে ফের কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, ইডির চারটি দল দিকে দিকে অভিযানে নেমেছে। মূলত দক্ষিণ কলকাতা ও সেই সংলগ্ন শহরতলিতে ভুয়ো অর্থলগ্নি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বছর সাত আগে অর্থ তছরূপের অভিযোগে এক চিটফান্ড সংস্থার মালিক ও তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছিল। সেই পুরনো মামলার কিনারা করতে আজ ফের ইডি অ্যাকশনে নেমেছে বলে সূত্রের খবর। এছাড়া ভিনরাজ্যেও চলে ইডি তল্লাশি।

Advertisement

মঙ্গলবার ইডি আধিকারিকদের নিশানায় প্রয়াগ নামে এক ভুয়ো অর্থলগ্নি সংস্থা। এই সংস্থার ডিরেক্টর অভীক বাগচীর নিউ আলিপুরের বাড়িতে সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল তল্লাশি চালায়। এছাড়া জোকার অফিসেও চলে অভিযান। দুই ঠিকানায় বিভিন্ন নথিপত্র ঘেঁটে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পেতে চাইছে ইডি। এর আগে ২০১৭ সাল নাগাদ প্রয়াগের কর্ণধার ও তাঁর ছেলে গ্রেপ্তার হয় ইডির হাতে। সেই মামলার কিনারা করতে এই অভিযান কেন্দ্রীয় তদন্তকারীদের। দক্ষিণ কলকাতা সংলগ্ন শহরতলি এলাকায় প্রয়াগ গোষ্ঠীর একাধিক ফ্ল্যাটেও তল্লাশি চলে বলে খবর।

এর আগে গত সপ্তাহে লটারি দুর্নীতির তদন্তেও শহরে সক্রিয় হয়ে উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন ভাগে ভাগ হয়ে ইডির অফিসাররা কলকাতা ও মধ্যমগ্রামের একাধিক কারখানা, অফিসে তল্লাশি চালান। মধ্যমগ্রাম লাগোয়া মাইকেলনগর, এদিকে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স, লেক মার্কেটেও অভিযান চলে। ইডি সূত্রে খবর, এসব এলাকায় লটারি দুর্নীতির ঘাঁটি রয়েছে। কয়েকটি বিল্ডিং জুড়ে রমরমিয়ে চলেছে বেআইনি লটারির ব্যবসা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অ্যাকশনে ইডি, কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি।
  • প্রয়াগ চিটফান্ড সংস্থার কর্ণধারের বাড়ি, অফিসে অভিযানে ইডির চারটি দল।
Advertisement