shono
Advertisement
Aroop Biswas

বিদ্যুতের খরচ কমাবে দেউচা-পাচামি, বিধানসভায় পরিসংখ্যান দিয়ে দাবি অরূপ বিশ্বাসের

পরিবেশের কথা মাথায় রেখে ই-ভেহিক্যালস নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
Published By: Sucheta SenguptaPosted: 04:09 PM Mar 12, 2025Updated: 04:09 PM Mar 12, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় বিপ্লব এসেছে আগেই। লোডশেডিং শব্দটা এখন প্রায় উধাও। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন তো বটেই, উদ্বৃত্তও হচ্ছে, যার সুবিধা পাচ্ছে প্রতিবেশী রাজ্যও। তবে বিদ্যুতের খরচ আরও কমবে বীরভূমের দেউচা পাচামিতে পুরোদস্তুর উৎপাদন শুরু হলে। বুধবার বিধানসভায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে আলোচনায় একথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে বিদ্যুৎ বিভাগের ব্যয় বরাদ্দ অনুমোদন করা হল ৪১১৬ কোটি সত্তর লক্ষ টাকারও বেশি। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দপ্তর নিয়ে আলোচনার সময়ে ছিলেন না বিরোধীরা। আলোচনায় অংশ নেন শাসকদলের চার বিধায়ক।

Advertisement

অপূর্ব সরকার, শ্যামল মণ্ডল, সমীরকুমার জানা, মুকুটমণি অধিকারীরা রাজ্যের বিদ্যুৎ পরিষেবার ভূয়সী প্রশংসা করেন। জবাবী ভাষণে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে বলেন, ''ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় আলো জ্বালাবেন, তাই তাঁরা পালিয়ে গিয়েছেন। পশ্চিমবাংলায় অভিধান থেকে 'লোডশেডিং' শব্দটা উঠে গিয়েছে। সাব স্টেশন ২০১১-তে ছিল ৪২২ টি, এখন হয়েছে ৯৩৬ টি। কোথাও যাতে 'লো ভোল্টেজ' না থাকে ২৪ গুণ ৭ পরিষেবা দিতে পারি, তার চেষ্টা করছি।''

এদিন বিধানসভায় তিনি আরও জানান, ''বিদ্যুতের দামে আমরা ১৭ তম। ডবল ইঞ্জিন সরকারের থেকেও আমরা কম, বামপন্থীদের কেরলের থেকেও কম।কয়লার দাম বাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় এক পয়সা বৃদ্ধি করেননি। কেবল কুৎসা করে যাচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, মানুষের উপর বোঝা না চাপানো। দেউচা পাচামিতে উৎপাদন শুরু হলে আরও দাম কমবে বিদ্যুতের।'' পরিবেশের কথা মাথায় রেখে আগামী ২৫-২৬'এর মধ্যে ই-ভেহিকেলসের জন্য ১০০ শতাংশ চার্জিং পয়েন্ট তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি জানান, ''৩১৭.৭ মেগাওয়াট উৎপাদন করি। আরও কয়েকটি কেন্দ্রে তৈরি হবে - বক্রেশ্বর, সাঁওতালডিহি। ১৮৮৭ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। থার্মাল পাওয়ার প্রজেক্ট ৮০০ ইউনিট করে দুটি প্রকল্প করছি। আরও করছি। বাংলা আগামী দিনে সবাইকে বিদ্যুৎ দেবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement