shono
Advertisement
Kolkata Police

ডলার দেওয়ার ছুতোয় কোটি কোটি টাকা হাতিয়ে পালানোর ছক! পুলিশের জালে মহারাষ্ট্রের প্রতারক

মুম্বই পালানোর আগেই প্রতারককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:00 AM Nov 28, 2025Updated: 12:00 AM Nov 28, 2025

অর্ণব আইচ: টার্গেটে বৈদেশিক মুদ্রা বিনিময় ব‌্যবসায়ীরা। তাঁদের অভিজাত হোটেলে ডেকে নিয়ে এসে ডলার দেওয়ার নাম করে বিপুল টাকা হাতিয়ে পালিয়ে যেত এই প্রতারক। এভাবে মুম্বই ও দিল্লিতে অন্তত পাঁচজন ব‌্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও উপর হাতিয়েছে সৌরভ খারাটে নামে মহারাষ্ট্রের ওই বাসিন্দা। শেষ পর্যন্ত কলকাতার এক ব‌্যবসায়ীর কাছ থেকে দশ লাখ টাকা হাতানোর পরই কলকাতা পুলিশের জালে পা দিল সে। বিমানবন্দর থেকে মুম্বই পালানোর আগেই শেক্সপিয়ার সরণি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল ওই প্রতারণায় অভিযুক্ত।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিউ মার্কেট এলাকার এক ফোরেক্স তথা বৈদেশিক বিনিময় ব‌্যবসায়ীর সঙ্গে সৌরভ খারাটের পরিচয় হয় সোশ‌্যাল মিডিয়ার একটি গ্রুপের মাধ‌্যমে। ওই গ্রুপে মূলত ব‌্যবসায়ীরাই রয়েছেন। নিজেকে ব‌্যবসায়ী বলেই পরিচয় দিয়ে ওই গ্রুপে যোগ দেয় সৌরভ। গ্রুপটিতে ব‌্যবসা সংক্রান্ত আলোচনায় যোগও দিত সে। ওই গ্রুপের মাধ‌্যমেই সৌরভ ফোরেক্স ব‌্যবসায়ীদের টার্গেট করত। অন‌্য ব‌্যবসায়ীদের সঙ্গে নিজের পরিচয় রয়েছে, এই দাবি করেই কলকাতার ওই ফোরেক্স ব‌্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে সৌরভ খারাটে।

সৌরভ জানায়, তার কাছে প্রচুর ডলার রয়েছে। কমিশনের বিনিময়ে সে ডলার বিক্রি করে নগদ টাকা পেতে চায়। এতে ওই ফোরেক্স ব‌্যবসায়ী রাজি হয়ে যান। গত মাসে সৌরভ মুম্বই থেকে কলকাতায় আসে। শেক্সপিয়র সরণি এলাকার একটি অভিজাত হোটেলের লবিতে ওই ফোরেক্স ব‌্যবসায়ীকে ডাকে সে। তিনি আসার পর এমন ভান করে যেন ওই অভিজাত হোটেলের একটি ঘরেই রয়েছে সে। কিছু কথার পর ওই ফোরেক্স ব‌্যবসায়ীর কাছ থেকে দশ লাখ টাকা নগদ ভর্তি ব‌্যাগ নেয় সে। তাঁকে হোটেলের লবিতে অপেক্ষা করতে বলে। জানায়, সে উপরের রুমে গিয়ে সমমূল্যের ডলার নিয়ে এসে তাঁকে দিচ্ছে। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরও যখন সে আর আসে না, তখন ব‌্যবসায়ী হোটেলের রিসেপশনে গিয়ে খোঁজখবর করে জানতে পারেন যে, ওই নামে কেউ কোনও রুম বুকই করেনি।

এর পরই ওই ব‌্যবসায়ী শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই গ্রুপের সূত্র ধরে তদন্ত শুরু করে। গ্রুপ থেকে ওই ব‌্যক্তির পরিচয় পুলিশ জানতে পারে। সেই সূত্রেই জানা যায় যে, ওই ব‌্যক্তি ফের কলকাতায় অন‌্য এক ফোরেক্স ব‌্যবসায়ীকে টার্গেট করেছে। সৌরভ খারাটে মুম্বই থেকে কলকাতায় আসে। কিন্তু ওই ব‌্যবসায়ী সতর্ক হয়ে যাওয়ায় তার কাছে আসেননি। বেগতিক বুঝে সৌরভ ফের মুম্বইয়ে পালানোর জন‌্য বিমানবন্দরে যায়। সেখান থেকেই সৌরভ খারাটেকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জেরা করে আরও তথ‌্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউ মার্কেট এলাকার এক ফোরেক্স তথা বৈদেশিক বিনিময় ব‌্যবসায়ীর সঙ্গে সৌরভ খারাটের পরিচয় হয় সোশ‌্যাল মিডিয়ার একটি গ্রুপের মাধ‌্যমে।
  • সৌরভ জানায়, তার কাছে প্রচুর ডলার রয়েছে। কমিশনের বিনিময়ে সে ডলার বিক্রি করে নগদ টাকা পেতে চায়।
  • বেগতিক বুঝে সৌরভ ফের মুম্বইয়ে পালানোর জন‌্য বিমানবন্দরে যায়। সেখান থেকেই সৌরভ খারাটেকে পুলিশ গ্রেপ্তার করে।
Advertisement