shono
Advertisement

Breaking News

Narkeldanga Incident

নারকেলডাঙার অশান্তি নিয়ে সোশাল মিডিয়ায় গুজব! সতর্ক করল কলকাতা পুলিশ

উৎসবের মরশুমে কেউ কেউ যে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারেন, সে আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারকেলডাঙার ঘটনায় যেন সেই আশঙ্কাই সত্যি হল।
Published By: Sayani SenPosted: 09:41 AM Nov 02, 2024Updated: 01:32 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে কেউ কেউ যে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারেন, সে আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারকেলডাঙার ঘটনায় যেন সেই আশঙ্কাই সত্যি হল। সোশাল মিডিয়ায় নারকেলডাঙার ঘটনা নিয়ে যা প্রচার হচ্ছে, তা মোটেও সত্যি নয় বলেই X হ্যান্ডেলে দাবি কলকাতা পুলিশের।

Advertisement

শনিবার কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়, নারকেলডাঙায় দুটি বাইকের পার্কিং নিয়ে অশান্তি তৈরি হয়। দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়। কথা কাটাকাটি বেশ চরম আকার ধারণ করে। কিন্তু পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু কেউ কেউ সোশাল মিডিয়ায় গুজব রটাচ্ছেন যে, এই অশান্তি কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা নিয়ে হয়েছে। কেউ কেউ তো আবার সোশাল মিডিয়ায় দাবি করেছে, কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রার মিছিলে নাকি হামলাও হয়েছে। তবে সোশাল মিডিয়ার এই পোস্টগুলির কোনও সত্যতা নেই বলেই দাবি কলকাতা পুলিশের।

উল্লেখ্য, এর আগে গত ২৫ অক্টোবর, অশান্তি নিয়ে গোয়েন্দাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "দুর্যোগের সুযোগ নিয়ে কেউ কেউ দুষ্টুমি করতে পারে, অশান্তির ছক হতে পারে। দাঙ্গার একটা পরিস্থিতি হয়েছিল। পুলিশ, গোয়েন্দাদের খুব সতর্ক থাকতে হবে। সামনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সীমান্ত থেকেও দুষ্টু লোক ঢুকতে পারে। তা যাতে না হয়, পুলিশকে বলছি, সেদিকে নজরদারি বাড়াতে হবে।” বার বারই উল্লেখ করলেন রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে হবে। বলে রাখা ভালো, সম্প্রতি দুর্গাপুজোর সময়েও হাওড়ায় এ ধরনের পরিস্থিতি হয়েছিল বলে খবর মেলে। তবে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ও পদক্ষেপের জেরে অশান্তি ছড়ায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উৎসবের মরশুমে কেউ কেউ যে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারেন, সে আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • নারকেলডাঙার ঘটনায় যেন সেই আশঙ্কাই সত্যি হল।
  • সোশাল মিডিয়ায় নারকেলডাঙার ঘটনা নিয়ে যা প্রচার হচ্ছে, তা মোটেও সত্যি নয় বলেই X হ্যান্ডেলে দাবি কলকাতা পুলিশের।
Advertisement