ফের খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন। বনফিল্ড রোডের কাছের গুদামটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ গুদামটি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। গুদামটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দু'টি ইঞ্জিন গেলেও, পরে সংখ্যা বাড়ে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাসায়নিক পদার্থ থাকায় জলের বদলে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। মুখে অক্সিজেন মাক্স লাগিয়ে কাজ করছেন তাঁরা।কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী করে আগুন লাগ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, বুধবার দুপুর বেলায় উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর আসবাব, প্লাইউডের একটি দোকানে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। পাশের কয়েকটি দোকানও আগুনের গ্রাসে চলে যায়। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রাই। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার উত্তর কলকাতার রাসয়নিক গুদামে আগুন।
