shono
Advertisement
Mamata Banerjee

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের, উদ্বোধন সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনেরও

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের একান্ত সহযোগিতায় জলপাইগুড়িতে ওই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি হয়েছে। উদ্বোধনে থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
Published By: Subhajit MandalPosted: 11:16 AM Jan 15, 2026Updated: 02:14 PM Jan 15, 2026

উত্তরবঙ্গবাসীর সুখবর। একই সঙ্গে জোড়া উপহার নিয়ে শুক্রবার শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন তিনি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন, অন্যদিকে তেমনই মিটতে চলেছে উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি। উদ্বোধন হতে চলেছে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনেরও। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আবার উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

Advertisement

গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সফরের মাঝেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির গড়বেন তিনি। জানা গিয়েছে, সেই মন্দির নির্মাণের জন্য জমি নির্দিষ্ট হয়েছে। যাবতীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন। শুক্রবার বিকালেই ওই মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর উদ্যোগে দিঘায় জগন্নাথ মন্দির হয়েছে। নিউটাউনে শিলান্যাস হয়েছে দুর্গা অঙ্গনের। এবার উত্তরবঙ্গ পাচ্ছে মহাকাল মন্দির। গত ডিসেম্বরে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকেই বাংলার সব থেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাসের আনুমানিক সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি।"

শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস। একদিন পরই মেগা চমক। শনিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের একান্ত সহযোগিতায় জলপাইগুড়িতে ওই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি হয়েছে। শনিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-সহ দেশের অন্তত ছ’টি হাই কোর্টের প্রধান বিচারপতিরা। শুধু তাই নয়, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য এবং দেশের একাধিক অতিথি। গত ২০১৯ সালে জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে চালু হয়। দীর্ঘদিন স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিল। স্থানীয় ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। প্রায় চল্লিশ একর জমির উপর তৈরি হয় এই স্থায়ী ভবন। এবার সেটাই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীকে জোড়া উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে বিজেপি যে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে আসছে, মমতার (Mamata Banerjee) এই পদক্ষেপে সেই অভিযোগ খানিকটা ভোঁতা হবে বলেই মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement