সাতসকালে ফের অ্যাকশনে সিবিআই (CBI Raid)। ব্যাঙ্ক প্রতারণায় মামলায় নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নিউ টাউন-সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও একযোগে ভোর থেকে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে এই অভিযান। জানা গিয়েছে, ইডির ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এদিন তল্লাশি অভিযানে অতিরিক্ত বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, ব্যাঙ্ক প্রতারণায় বিপুল আর্থিক দুর্নীতি করা হয়েছে। এই সংক্রান্ত নির্দিষ্ট বেশ তথ্য হাতে পাওয়ার পরেই তদন্তে নামে সিবিআই (CBI Raid)। সাতসকালে নিউ আলিপুরের ব্যবসারীর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এছাড়াও নিউ টাউন-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলছে সিবিআই তল্লাশি। মূলত আর্থিক প্রতারণার টাকা কোথায় গিয়েছে, সেই বিষয়ে আরও তথ্য পেতেই সকাল থেকে এই অভিযান বলে সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে, সিবিআই আধিকারিকদের পাঁচটি দল এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন বলেও জানা গিয়েছে।
তবে দিল্লির কয়েকটি পুরানো কয়লা পাচার মামলায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তাঁর অফিসে তল্লাশি সময় ইডিকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য এদিন সিবিআই আধিকারিকদের সঙ্গে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেখা যায়। এমনকী যে সমস্ত জায়গায় তল্লাশি চলছে সেখানেও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে বলে খবর।
