shono
Advertisement

Breaking News

Kankurgachi Fire

নিউটাউনের পর কাঁকুড়গাছি! গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন, বিস্ফোরণ

হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Published By: Subhankar PatraPosted: 08:30 AM Dec 18, 2025Updated: 01:33 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউটাউনের পর কাঁকুড়গাছি (Kankurgachi)! বুধবার গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন (Fire)। শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দও! ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন। রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে।

Advertisement

বুধবার গভীর রাতে মানিকতলায় একটি অক্সিজেনের গোডাউনে আগুন লাগে। কী থেকে আগুন তা পরিষ্কার নয়। আগুন ছড়িয়ে পড়তেই সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা গিয়েছে। তবে পকেট ফায়ার রয়েছে। কাজ করছে দমকল। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেকের বাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে দাবি। তবে কোনও আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বুধবার রাতে নিউটাউনের ঝুপড়িতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ঋুপড়ি। তারপরই গভীর রাতে কাঁকুড়গাছি অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন লাগে। শীতের শহরে দুই জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা প্রশ্ন উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউটাউনের পর কাঁকুড়গাছি! বুধবার গভীর রাতে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন। শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দও!
  • ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন। রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
  • হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে।
Advertisement