সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ুদূষণে নাজেহাল দিল্লিবাসী। পরিস্থিতি অত্যন্ত জটিল। তিলোত্তমার বাতাসও দূষিত, একথা স্বীকার করে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে তাঁর দাবি দিল্লি এবং মুম্বইয়ের তুলনায় কলকাতায় পরিস্থিতি অনেকটা ভালো।
এদিন ফিরহাদ হাকিম বলেন, কলকাতায় দূষণের মূল কারণ গাড়ি থেকে বেরনো কালো ধোঁয়া। অনেক জায়গায় আবার নির্মাণের কাজ থেকে ধুলো এসে বাতাসে মেশে। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে অনেক বার বলার পরও বিল্ডিং নির্মাণ করার সময় কাপড় দিয়ে ঢাকার বিষয় অমান্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন ফিরহাদ জানান, দূষণ কমাতে পদক্ষেপ করা হচ্ছে। মিস্ট ক্যাননের মাধ্যমে জল ছাড়ানো হচ্ছে। স্প্রিংকলের ব্যবহার করে গাছে ও রাস্তায় জল দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষের অসহযোগিতার জন্য সম্পূর্ণভাবে বায়ু দূষণ রোধ করা যাচ্ছে না বলে এদিন মন্তব্য করলেন ফিরহাদ।
এদিন ওয়াকফ বিল নিয়েও মুখ খুললেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, "অগণতান্ত্রিক ভাবে ওয়াকফ বিল আনা হয়েছে। জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে রয়েছে এই বিলটি। যার প্রতিবাদ হচ্ছে দেশজুড়ে হচ্ছে। তাই এই বিলের বিরোধিতা আমরাও করছি।" আগামী ৩০ নভেম্বর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের তরফ থেকে এর প্রতিবাদে রানি রাসমণি রোডে মিছিল হবে বলে জানালেন ফিরহাদ হাকিম।