shono
Advertisement

Breaking News

কলকাতায় বেড়াতে এসে সৎ মেয়েকে রাস্তায় ফেলে পালাল মা! যৌনপল্লি থেকে উদ্ধার করলেন যৌনকর্মীরাই

যৌনকর্মীদের সন্তানদের তৈরি সংগঠন 'আমরা পদাতিক' উদ্ধার করল নাবালিকাকে।
Published By: Paramita PaulPosted: 04:34 PM Apr 03, 2025Updated: 04:34 PM Apr 03, 2025

নিরুফা খাতুন: কলকাতায় বেড়াতে আসার নাম করে সৎ মেয়েকে রাস্তায় ছেড়ে পালিয়েছিলেন মা। ঘুরতে ঘুরতে সোনাগাছির যৌনপল্লিতে পৌঁছে গিয়েছিল ১৩ বছরের নাবালিকা। অবশেষে সেখানকার যৌনকর্মীদের সন্তানদের তৈরি সংগঠন 'আমরা পদাতিক' উদ্ধার করল তাকে।

Advertisement

বুধবার সকালে 'আমরা পদাতিকে'র সদস্য কোহিনুর বেগম জোড়াবাগান যৌনপল্লি এলাকায় একটি মেয়েকে বসে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। প্রশ্নের মুখে পড়ে মেয়েটি জানায়, সকালে তার সৎ মা তাকে কলকাতা ঘোরানোর নাম করে নিয়ে আসে। দু'মিনিটে ফিরে আসছি বলে পার্কসার্কাস অঞ্চলে রেখে চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলে তার সৎ মা আর ফিরে আসেননি।

বাড়ি ফেরার চেষ্টায় মেয়েটি পার্ক সার্কাস ময়দান থেকে বাসে করে হাওড়া স্টেশনে যায়। কিন্তু উলটো দিকে হাঁটতে-হাঁটতে জোড়াবাগান যৌনপল্লি অঞ্চলে চলে আসে। এরপরই 'আমরা পদাতিকে'র তরফ থেকে শিশু সুরক্ষা কমিশন এবং জোড়াবাগান থানায় পুরো বিষয়টি জানানো হয়। পরে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। শিশু সুরক্ষা কমিশন দায়িত্ব নিয়ে পুরোটা দেখবে। পদাতিক সংগঠনের এই ভূমিকার প্রশংসা করেছেন বুদ্ধিজীবীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতায় বেড়াতে আসার নাম করে সৎ মেয়েকে রাস্তায় ছেড়ে পালিয়েছিলেন মা।
  • ঘুরতে ঘুরতে সোনাগাছির যৌনপল্লিতে পৌঁছে গিয়েছিল ১৩ বছরের নাবালিকা।
  • অবশেষে সেখানকার যৌনকর্মীদের সন্তানদের তৈরি সংগঠন 'আমরা পদাতিক' উদ্ধার করল তাকে।
Advertisement