shono
Advertisement
Park Street-Maidan Metro

বড়দিনে নিরাপত্তায় 'ফোকাস'! পার্ক স্ট্রিট, ময়দান মেট্রোয় আলাদা হচ্ছে প্রবেশ ও প্রস্থানের গেট

মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে কলকাতা মেট্রো।
Published By: Subhankar PatraPosted: 07:42 PM Dec 23, 2025Updated: 07:46 PM Dec 23, 2025

নব্যেন্দু হাজরা: বছর শেষে উৎসবে মেতে তিলোত্তমা! মঙ্গলবার থেকেই পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন জনতা। বড়দিনে সেই ভিড় অনেক বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা মাথায় রেখে যাত্রীদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। পার্ক স্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনের নিদির্ষ্ট কয়েকটি গেট শুধুমাত্র প্রবেশ ও প্রস্থান জন্য নির্ধারিত করে দিল মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

আজ, মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়ছে, ২৫ তারিখ বৃহস্পতিবার পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নম্বর ২ ( ময়দান চত্বর), ও গেট নম্বর ৩ (বাজার কলকাতা আউলেটের কাছে) দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। গেট নম্বর ৫ (মেয়ো রোডের কাছে), গেট নম্বর ৬ (কিড স্ট্রিটের কাছে) দিয়ে মেট্রো স্টেশনের বাইরে বেরতে পারবেন যাত্রীরা। এই দিন ৪ নম্বর গেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

পার্ক স্টিট্র মেট্রো স্টেশনের পাশাপাশি ময়দান স্টেশনেও যাত্রী সুরক্ষার জন্য একই পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ময়দান স্টেশনের ২ নম্বর ও ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করা যাবে। শুধুমাত্র এক নম্বর গেট দিয়ে মেট্রোর বাইরে বেরতে পারবেন যাত্রীরা। শুধুমাত্র ২৫ তারিখ, বড়দিনের জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে এখন থেকেই বড়দিন ও বর্ষবরণের জন্য সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা। গো-বারাক, অ্যালান পার্কে ভিড় জমাচ্ছেন অনেকে। শীতের আমেজ মেখে ভরপুর উৎসবে মেতে উঠেছে কলকাতা। মেট্রো অনেকের কাছে সহজ যাতায়াতের মাধ্যম। জানা যাচ্ছে, সেই কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তার জন্য বড়দিনের দিন এই সিদ্ধান্ত মেট্রোর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর শেষে উৎসবে মেতে তিলোত্তমা! মঙ্গলবার থেকেই পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন জনতা।
  • বড়দিনে সেই ভিড় অনেক বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না।
  • সেই কথা মাথায় রেখে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো।
Advertisement