shono
Advertisement

Breaking News

Burrabazar Fire

কীভাবে আগুন লেগেছিল বড়বাজারের ওই হোটেলে? প্রাথমিক রিপোর্টে জানাল ফরেনসিক

পুলিশের জালে হোটেলের মালিক ও ম্য়ানেজার।
Published By: Tiyasha SarkarPosted: 10:30 AM May 01, 2025Updated: 10:30 AM May 01, 2025

অর্ণব আইচ: কী থেকে দাউদাউ করে জ্বলে উঠেছিল বড়বাজারের ওই হোটেল? মঙ্গলবার সন্ধ্যে থেকেই সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফরেনসিকের প্রাথমিক রিপোর্টে মোটের উপর খোলসা হল কারণ। উঠে এল সিলিন্ডার বিস্ফোরণের তত্ত্ব।

Advertisement

প্রাথমিক রিপোর্টে ঠিক কী জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা? জানা যাচ্ছে, ঘটনার দিন সম্ভবত রান্না করছিলেন হোটেলের নির্মাণকাজের জন্য সেখানে থাকা শ্রমিকরা। হয় রান্নার আগুন অথবা বিড়ি-সিগারেটের ফুলকি থেকেই সূত্রপাত। সেখানেই মজুত ছিল ২ টো সিলিন্ডার। দুটো সিলিন্ডারই সম্ভবত ব্লাস্ট করে। তাতেই ভয়ংকর আকার নেয় লেলিহান শিখা। ছড়িয়ে যায় আগুন। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল। জানলা না থাকায় দমবন্ধ হয়ে যায় আবাসিকদের। এদিকে একটি মাত্র সিঁড়ি হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় বেরনোর। যার পরিণতি ১৫ জনের মৃত্যু।

প্রসঙ্গত, গতকাল থেকেই গোটা ঘটনায় হোটেলের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ উঠেছিল। জানা গিয়েছিল, বেআইনিভাবে নির্মাণ কাজ করা হয়েছিল হোটেলটিতে। ফায়ার লাইসেন্স ২০২২ সালের পর আর পুনর্নবীকরণও করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। এদিকে ঘটনার পর থেকেই মালিকের খোঁজ চলছিল। বৃহস্পতিবার সকালে মালিক ও হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কী থেকে দাউদাউ করে জ্বলে উঠেছিল বড়বাজারের ওই হোটেল? মঙ্গলবার সন্ধ্যে থেকেই সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
  • ফরেনসিকের প্রাথমিক রিপোর্টে মোটের উপর খোলসা হল কারণ। উঠে এল সিলিন্ডার বিস্ফোরণের তত্ত্ব।
Advertisement