সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব। শুক্রবার সকালে এমনটাই দাবি করলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে একটি কমিটি গঠনের আর্জি জানিয়েছেন তিনি।
চাকরি বাতিল নিয়ে বৃহস্পতিবার থেকেই উত্তাল রাজ্য়-রাজনীতি। গতকালই সাংবাদিক বৈঠক করে বাম-বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নিশানা করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলেন, "কে এক আছেন, বিচারপতি ডাঙ্গুলি না গাঙ্গুলি উনিই প্রথম চাকরি বাতিলের কথা বলেছিলেন। এখন তো আবার বিজেপিতে মনে হয়।" সেই ঘটনার পরই এবার চাকরিহারাদের জন্য মুখ্যমন্ত্রীর কাছেই কমিটি গঠনের আবেদন জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "এখনও যোগ্য-অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব। আমি মুখ্যমন্ত্রীকে বলব, আপনি একটা কমিটি গঠন করুন।"
কারা থাকতে পারেন সেই কমিটির নেতৃত্বে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এই কমিটির মাথায় চেয়ারম্য়ান হিসেবে শিক্ষামন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, বিকাশরঞ্জন ভট্টাচার্য, আমি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ফিরদৌস শামিম, বা যে কোনও ব্যক্তি যিনি গোটা ঘটনার জড়িত তিনিই থাকতে পারেন।" বিজেপি সাংসদের দাবি, সবাই মিলে কমিটি তৈরি করে কাজ করলে যোগ্যরা বাঁচবে। কিন্তু সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর কি এই বাছাইয়ের কাজ সম্ভব? আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, "সুপ্রিম কোর্টের রায়ের পর এটা করা যায় না। প্রাথমিক স্তরে এই পদক্ষেপ করা যেত। আমি যতটা জানি তাতে এখন আইনত এটা সম্ভব নয়।" এদিকে অভিজিতের এই আবেদনকে গুরুত্বই দিতে চাননি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি, রাজনীতি করতে চাইছেন বিজেপি সাংসদ।