shono
Advertisement
SSC

যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনশনে চাকরিহারারা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের জোড়া মামলা

একটি মামলা করেছেন জেলা স্কুল পরিদর্শক, অপরটি কসবা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে।
Published By: Paramita PaulPosted: 10:21 AM Apr 10, 2025Updated: 12:07 PM Apr 10, 2025

অর্ণব আইচ: এবার অনশনের পথে সদ্য চাকরিহারারা। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি ভবনের সামনে অনশন শুরু করবেন চাকরিচ্যুতদের একাংশ। বুধবার তাঁদের উপর হওয়া 'পুলিশি অত্যাচারে'র বিরুদ্ধে এই অনশন। অন্যদিকে বুধবার কসবার ডিআই অফিস অভিযানে যুক্ত চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হল। একটি মামলা করেছেন জেলা স্কুল পরিদর্শক, অপরটি কসবা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে।

Advertisement

সপ্তাহখানেক আগে সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। দিনদুয়েক আগে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন চাকরিহারা মেহবুব মণ্ডল, ধৃতেশরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন আশ্বাস। তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের আশ্বাস সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরছেন না চাকরিহারাদের একাংশ। বৃহস্পতি ও শুক্রবার পরপর দু’দিন দু’টি কর্মসূচি রয়েছে তাঁদের। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনে জমায়েত। সেখান থেকে মিছিল যাবে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। শুক্রবার এসএসসি ভবন অভিযান। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। তবে কোনও রাজনৈতিক নেতৃত্ব এই মিছিলে যোগ দিক, তা চাইছেন না তাঁরা। এই কর্মসূচির সঙ্গে যুক্ত হল অনশনও। রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান করেছেন চাকরিহারাদের একাংশ। আজ সকাল ১১টা থেকে অনশনও শুরু করেছেন মালদা সালাইডাঙা হাই স্কুলের শিক্ষক পঙ্কজ রায়। এরপর আরও অনশনকারী যোগ দেবেন। আন্দোলনকারীদের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা এবং সিবিআইয়ের কাছে থাকা ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তাঁদের কথায়, "সুপ্রিম কোর্ট কারও আশ্বাসে চাকরি ফেরাবে না। প্রয়োজন তথ্য প্রমাণ। তাই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আমাদের অনশন।"

বুধবার ডিআই অফিস অভিযানে অংশ নেয় চাকরিহারাদের একাংশ। সেই দলেই ছিলেন মেহবুব মণ্ডল, ধৃতেশরাও। অভিযোগ, কসবায় পুলিশের লাঠির ঘা-ও সহ্য করতে হয় তাঁদের। এমনকী, চাকরিচ্যুতদের পেটে লাথি মারতেও দ্বিধা করেননি উর্দিধারীরা! চাকরিহারাদের উপর লাঠিচার্জ যে হয়েছে তা স্বীকার করে নিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা। তিনি বলেন, “কসবার ডিআই অফিসে হামলায় ৬ জন জখম। তাঁদের মধ্যে ১ জন হাসপাতালে। পুলিশ বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে।” তবে চাকরিহারাদের বিরুদ্ধে শুধু বলপ্রয়োগ নয়, পুলিশ এবার আইনি পদক্ষেপও করল। দায়ের হল জোড়া মামলাও।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার অনশনের পথে সদ্য চাকরিহারারা।
  • আজ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি ভবনের সামনে অনশন শুরু করবেন চাকরিচ্যুতদের একাংশ।
  • বুধবার তাঁদের উপর হওয়া 'পুলিশি অত্যাচারে'র বিরুদ্ধে এই অনশন।
Advertisement